Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

নবীগঞ্জ  প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০১, ১৮ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৯:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০২৩

বিবিয়ানা থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন 

বিবিয়ানা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দৃশ্য। ছবি- আই নিউজ

বিবিয়ানা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দৃশ্য। ছবি- আই নিউজ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিবিয়ানা নদী থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি ড্রেজার মেশিন দিয়ে নদীর মধ্যসীমানা থেকে প্রতিদিন প্রায় এক লাখ ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী ও নদী এলাকা। এছাড়াও কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। এ অবৈধভাবে বালু উত্তোলনের স্থানটি নবীগঞ্জ  উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর এলাকায়।

সরজমিনে গিয়ে দেখা যায়, (১৮ সেপ্টেম্বর) সোমবার বিকাল ৪ টায় ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর মাদ্রাসার পাশে বিবিয়ানা নদী থেকে দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের সিরাজ মিয়া নামে এক ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করছেন। সিরাজ মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, আমি অনুমোদন নিয়ে তুলতেছি। পরে আবার তিনি বলেন, অনুমোদন ছাড়া বালু তুলছ্‌ কিছু করার থাকলে করতে পারেন। 

ইনাতগঞ্জ ভূমি অফিসের কর্মকর্তা রাসেল আহমদ বলেন, আমরা একদিন গিয়ে বালু উত্তোলন বন্ধ করেছি কিছুদিন পরে আবার চালু করছে। আমরা নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্যারকে জানিয়ে দিয়েছি স্যার ব্যবস্থা গ্রহণ করবেন। 

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার সাথে মোবাইল ফোন কথা হলে তিনি জানান, অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের তথ্যের ব্যাপারে অবগত আছি। শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়