Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

অঞ্জন রায়, নবীগঞ্জ

প্রকাশিত: ১৮:২২, ১৯ সেপ্টেম্বর ২০২৩

নবীগঞ্জে

সংবাদ প্রকাশের পর অবৈধ বালু উত্তোলনে বন্ধে প্রশাসনের অভিযান 

অবৈধভাবে বালু উত্তোলনের স্থানটি নবীগঞ্জ  উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর এলাকায়। ছবি- আই নিউজ

অবৈধভাবে বালু উত্তোলনের স্থানটি নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর এলাকায়। ছবি- আই নিউজ

দেশের বিভিন্ন দৈনিক পত্রিকায় নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের একটি প্রতিবেদন মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) প্রথম পাতায় প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর প্রশাসনের দৃষ্টিগোচর হলে মঙ্গলবার বিকালেই ৩ নং ইনাতগঞ্জ ইউনিয়ন এর মোস্তফাপুর এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার এর নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় আনুমানিক প্রায় সাত শত ফুট পাইপ ও দুইটি মেশিন ধ্বং স করা হয়। 

নদীতে পরিকল্পনাহীন ড্রেজিংয়ের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী ও নদী এলাকা। ছবি- আই নিউজ 


এছাড়াও, ইনাতগঞ্জ ইউনিয়নের তপতীবাগ গ্রামের জসিম উদ্দিন এর ছেলে রুমান আহমেদকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী  (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে। 

নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির একটি টিম।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়