Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৮, ৫ ডিসেম্বর ২০২৩

সম্পদের চেয়ে ঋণ বেশি ব্যারিস্টার সুমনের

হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সাইদুল হক সুমন।

হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সাইদুল হক সুমন।

হবিগঞ্জ-৪ আসনে এবছর নৌকার মনোনয়ন চেয়েও না পেয়ে শেষমেশ এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আলোচিত ক্রীড়ামোদী ব্যারিস্টার সাইদুল হক সুমন। আওয়ামী রাজনীতির সাথে জড়িত এই যুবনেতা রিটার্নিং অফিসে দাখিল করা হলফনামায় উল্লেখ করেছেন তার নিজের যেমন আছে সম্পদ, তেমনি ঋণের পরিমাণও বিপুল। 

ধারণা করা হচ্ছে, যিনি ইতোমধ্যে নৌকার প্রার্থীকে অনেকটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন। আর মাধবপুর-চুনারুঘাটের এ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংগৃহীত হলফনামা (ব্যক্তিগত তথ্য) যাচাই করে দেখা যায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের আয় ও সম্পদের চেয়ে দ্বিগুণ বেশি ঋণের পরিমাণ।

তার আয় ও সম্পদ দেখানো হয়েছে ২৫ লাখ ৯১ হাজার টাকার। এরমধ্যে আইন পেশা থেকে তার বার্ষিক আয় সাত লাখ ৫০ হাজার টাকা। নগদ আছে ১১ লাখ ৬১ হাজার, স্বর্ণ ও মূল্যবান ধাতু পাঁচ লাখ, ইলেকট্রনিকস সামগ্রী এক লাখ ৬০ হাজার এবং আসবাবপত্র ২০ হাজার টাকার। কিন্তু তার ঋণ রয়েছে ৫০ লাখ টাকা। পূবালী ব্যাংকে ৪০ লাখ আর সাউথ ইস্ট ব্যাংকে ১০ লাখ টাকা ঋণ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়