কাজী মাহমুদুল হক সুজন, হবিগঞ্জ
এবার নির্বাচনী মাঠে ব্যারিস্টার সুমনের স্ত্রী শাম্মী
নির্বাচনী জনসংযোগে ব্যারিস্টার সুমনের স্ত্রী শাম্মী আক্তার। ছবি- আই নিউজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ সৈয়দ সায়েদুল হক সুমনের সহধর্মিণী শাম্মী আক্তার ও তার পরিবারের লোকজন মাঠে নেমেছেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়ন সাত্তালিয়া, রুপসপুর, গাতাখলা গ্রামে তারা জনসংযোগ করেন।
এ সময় শাম্মী আক্তার বলেন, আমার স্বামী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন চুনারুঘাট ও মাধবপুর উপজেলার জনগণের প্রয়োজনে নির্বাচনী মাঠে নেমেছেন। আগামী ৭ জানুয়ারী ভোটের মাধ্যমে ব্যারিস্টার সুমনকে বিযয়ী করতে সবার প্রতি অনুরোধ জানান। এ সময় স্থানীয় সুরুজ আলী মেম্বার, বিলাল মিয়া, আশিকুর রহমান, এরশাদ হোসেনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে নির্বাচিত হয়ে চুনারুঘাট মাধবপুরের কাজের মাধ্যমে ইতিহাস পাল্টাতে চান বলে জানিয়েছেন হবিগঞ্জ -৪ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী আলোচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রোববার (১০ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের শ্রীবাড়ী,দারাগাও, হাতিমারা, সাটিয়াজুরী ও সুন্দরপুর বাজারে জনসংযোগ ও পথসভায় বক্তব্যে এসব কথা বলেন।
-
যেখানেই যাচ্ছি সাধারণ মানুষের সাড়া পাচ্ছি: ব্যারিস্টার সুমন
-
আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার সুমন
স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সায়েদুল হক সুমন বর্তমান সংসদ সদস্য ও বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মো. মাহবুব আলীর সমালোচনা করে বলেন ১০ বছর ধরে এলাকার এমপি মন্ত্রী ছিলেন দুটি উপজেলায় কোন উন্নয়ন মূলক কাজ করতে পারলেন না। আপনি ভবিষ্যতেও পারবেন না, তাই চুনারুঘাট মাধবপুরের মানুষ পরিবর্তন চায়। আপনাকে ভোটের মাধ্যমে আগামী ৭ তারিখ পরিবর্তন করা হবে। আমি যেখানেই যাচ্ছি সাধারণ মানুষের সাড়া পাচ্ছি। কাজের মাধ্যমে চুনারুঘাট মাধবপুর উপজেলার ইতিহাস তৈরী করবো বলে এসময় মন্তব্য করেন তিনি।
সুমন সাটিয়াজুরী ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের প্রতিশ্রুতি দেন। এসময় শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’