Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

কাজী মাহমুদুল হক সুজন

প্রকাশিত: ১৬:৩৯, ১৩ মার্চ ২০২৪

শায়েস্তাগঞ্জে ১০০ জন নারী নিয়ে তথ্য আপার উঠান বৈঠক

১০০ জন নারী নিয়ে তথ্য আপার উঠান বৈঠক। ছবি- আই নিউজ

১০০ জন নারী নিয়ে তথ্য আপার উঠান বৈঠক। ছবি- আই নিউজ

শায়েস্তাগঞ্জে ১০০ জন নারী নিয়ে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৩ মার্চ) দুপুরে শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড কাজীরগাও গ্রামে মেম্বার আব্দুল আমিন দুলালের বাড়িতে ১০০ জন মহিলাদের নিয়ে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে শায়েস্তাগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। 

এ ছাড়াও এতে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মুক্তা আক্তার, উপজেলা সমন্বয়কারী অফিসার (গ্রাম আদালত) তুলি মীনা পারভিন, তথ্যসেবা কর্মকর্তা নূপুর রানী মহন্ত,তথ্যসেবা সহকারী  রাশেদা বেগম ও  বাশিরা আক্তার এবং তথ্য ভাই আব্দুর রহমান সহ অত্র এলাকার সকল মহিলা সদস্যবৃন্দ।

উঠান বৈঠকে পিছিয়ে পড়া গ্রামীন নারীদের শিক্ষা, জেন্ডার, আইন, স্বাস্থ্য, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, শিশু নির্যাতন, ইভটিজিং, ব্যবসা, কৃষি, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, সার্বজনীন পেনশন স্কীম, গ্রাম আদালত এবং সরকারী দপ্তরগুলোর বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করা হয়। 

এ ধরনের উঠান বৈঠক চলমান বলে জানান শায়েস্তাগঞ্জ তথ্যসেবা কর্মকর্তা নূপুর রানী মহন্ত।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়