অঞ্জন রায়, নবীগঞ্জ
নবীগঞ্জে তাহসিন হ-ত্যা: অন্যতম আসামী সাজু গ্রেফতার

র্যাবের সহায়তায় আসামী সাজুকে গ্রেফতার করে পুলিশ। ছবি- আই নিউজ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ সরকারি কলেজের ছাত্র সৈয়দ রাইসুল হক তাহসিন (১৮) হ-ত্যা মামলার অন্যতম আসামী সাজু মিয়া(২৬) কে র্যাব-৯ সহায়তায় গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
বুধবার (০১ মে) বেলা ৪টায় র্যাব-৯ সহায়তায় নবীগঞ্জ থানার পুলিশ মৌলভীবাজার সদর থানার শেরপুর এলাকায় অভিযান চালিয়ে আসামী সাজু মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী সাজু মিয়া নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রামে আব্দুল হাফিজের ছেলে।
জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারী পরীক্ষার খাতা দেখানো নিয়ে মান্নার সাথে তাহসিনের কথা কা-টা-কা-টি হয়। পরে পরীক্ষার হল থেকে বের হয়ে মান্না ও তার সাথীরা তাহসিনের মুখের উপর থু থু ফেলে। এ নিয়ে তাদের মাঝে বি-রো-ধে-র সূত্রপাত হয়।
পরে ঘটনার দিন বিকেলে রাজা কমপ্লেক্সের পিছনে তাহসিন ও মাহি চা খেতে গেলে উল্লিখিত আসামীরা তাদেরকে গা-লি-গা-লা-জ করে এবং মা-র-তে উদ্যত হয়। এসময় স্থানীয় লোকজন তাদেরকে সরিয়ে দেন। পরে রাত ৯টার দিকে তাহসিন ও মাহিন নবীগঞ্জ পৌরসভায় আয়োজিত বইমেলা থেকে ফেরার পথে ওসমানী রোডের চৌদ্দহাজারি মার্কেটের সামনে প্রতিপক্ষের লোকজন ধা-রা-লো অ-স্ত্র দিয়ে তাহসিন ও মাহিকে মা-র-ধো-র করে। এসময় তাহসিন গু-রু-ত-র আ-হ-ত হয়।
স্থানীয় লোকজন তাকে উ-দ্ধা-র করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করেন। অ্যাম্বুলেন্স যোগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তাহসিন মারা যায়। পরদিন ২৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয় মাঠে নি-হ-ত কলেজ ছাত্র তাহসিনের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামে তাহসিনের দাফন করা হয়।
হ-ত্যা-কা-ন্ডে-র ৪ দিন পর রোববার (৩ মার্চ) বিকালে ১১ জনের নাম উল্লেখ করে ও ৪/৫ জন আসামী অজ্ঞাত রেখে আসামী করে নবীগঞ্জ থানায় একটি হ-ত্যা মামলা দায়ের করেন নি-হ-তে-র মা মাহফুজা সুলতানা। মামলাটির তদন্তভার দেয়া হয় থানার এসআই রাজিব রহমানকে। দায়িত্ব পেয়েই আসামী গ্রেফতারের লক্ষে তৎপরতা শুরু করেন তিনি। এর প্রেক্ষিতে মৌলভীবাজার সদর থানার শেরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামী সাজু মিয়াকে গ্রেফতার করেন।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী গ্রেফতারে সত্যতা নিশ্চিত করে বলেন, অপর আসামীদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত আছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হবো।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’