Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

হবিগঞ্জ (বাহুবল) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৫, ২১ মে ২০২৪

বাহুবলে জাল ভোট দিতে গিয়ে যুবক পেলেন এক বছরের কারাদণ্ড

জাল ভোট দেওয়ার অপরাধে আটক দুর্জয় কর্মকার। ছবি- সংগৃহীত

জাল ভোট দেওয়ার অপরাধে আটক দুর্জয় কর্মকার। ছবি- সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে চলছে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। সকালে বাহুবলের একটি কেন্দ্রে জাল ভোট দিতে আসেন এক যুবক। ভ্রাম্যমাণ আদালতের হাতে ধরা পড়ার পর তাকে শাস্তি হিসেবে দেওয়া হয়েছে এক বছরের কারাদণ্ড। 

মঙ্গলবার (২১ মে) সকাল ১০টার দিকে কামাইছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত এই আদেশ দেন। ‌

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জাল ভোট দেওয়ার অপরাধে কামাইছড়া ভোটকেন্দ্র থেকে দুর্জয় কর্মকারকে এক বছরের সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম। এ ঘটনায় আরো দুজনকে আটক করা হয়। তাৎক্ষনিক আটককৃত দুজনের নাম পরিচয় জানা যায়নি।

তাদের দণ্ডবিধির ১৮৬০-এর ১৭১ ‘চ’ ধারার দোষী সাব্যস্ত করে দণ্ড ঘোষণা করেন। এর মধ্যে আরো দুজনকে আটক করে থানায় পাঠানো হয়।

কামাইছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার রিংকু দাস বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত দুজনকে হয়তো অর্থদন্ড করা হতে পারে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়