Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৫, ২৬ জুন ২০২৪

মাধবপুরে ৭৩ কেজি গাঁজাসহ বোরকা পরা ৩ নারী ও ১ যুবক আটক 

গাঁজাসহ পুলিশের কাছে আটক বোরকা পরিহিত তিন নারী। ছবি- সংগৃহীত

গাঁজাসহ পুলিশের কাছে আটক বোরকা পরিহিত তিন নারী। ছবি- সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে পুলিশ ও র‍্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য ৭৩ কেজি গাঁজাসহ বোরকা পরা তিন নারী ও এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৮ টায় মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আশীষ তালুকদার এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মনতলা তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দুর্গাপুর এলাকার মোশারফ মিয়ার কন্যা জেসমিন আক্তার (৪০), হোসেন মিয়ার কন্যা শারমিন আক্তার (২৫) ও রাব্বি মিয়ার কন্যা সাজেদা বেগম (৬৫) কে আটক করেন।

গতকাল মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায়  আরেক অভিযানে উপজেলার জগদীশপুর ইউনিয়নের রসুলপুর রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ মো.আজিদ মিয়া (৩২) নামে এক ব্যাক্তিকে আটক করা হয়।  র‍্যাব-৯, সিপিবি -৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর এসআই মো: তৌহিদ রহমানের নেতৃত্বে র‍্যাবের একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। আটক যুবক মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুরা গ্রামের দুধ মিয়ার পুত্র। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়