Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১২, ৩০ জুন ২০২৪

একটি গ্রুপ ঘুরছে আমাকে মে/রে ফেলার জন্য: ব্যারিস্টার সুমন 

ফুটবল মাঠে বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার সুমন। ছবি- সংগৃহীত

ফুটবল মাঠে বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার সুমন। ছবি- সংগৃহীত

দুই তিন দিন ধরে একটি গ্রুপ আমাকে মে/রে ফেলার জন্য ঘুরছে বলে অভিযোগ তুলেছেন আলোচিত এমপি ব্যারিস্টার সায়েদুল হক সুমন।  

শুক্রবার (২৮ জুন) বিকেলে ডিসিপি হাইস্কুল মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম কসবা আলহাজ্ব শাহ আলম খান ফুটবল একাদশ ক্লাবের খেলায় অংশগ্রহণে এসে  এমপি সুমন তার বক্তব্যে মে/রে ফেলার ষড়যন্ত্রের কথা জানান।

ষড়যন্ত্রের কথা জানিয়ে সুমন বলেন, দুই তিন দিন ধরে একটি গ্রুপ ঘুরতেছে আমাকে মেরে ফেলার জন্য।  যেভাবেই হোক আমি খবর পাইছি। এমন খবর জানার পর মাঠে  কেউ খেলার কথা নয়। আমি দেইকা আসছি।  আমি চাই চুনারুঘাটে মরলেই সবচেয়ে বেশি খুশি হইমু। যাহাতে আমি মরলে আমার মাটিটা  চুনারুঘাটের মাটিতেই হয়। তাও আমি ভয়ে আমার কোন কাজ বন্ধ করবনা। 

তিনি আরও বলেন, আমি এ খবর  শোনার পর আপাতত এক্সট্রা সিকিউরিটি রাখছি আমার কাছে  কাউকে এলাও করছি না এবং আপনারা কয়েকদিন  সেল্ফি তুলতে আসবেননা। কারণ কে কোন মন নিয়ে আসে সেটা বুঝা জায়না।  এমন খবর শুনে তার  ভক্তবৃন্দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।  

এর মধ্যে চুনারুঘাট পৌর শহরের বাসিন্দা তার ঘনিষ্ঠ ভক্ত  তাজুল বাহার জানান,  এমপি সুমন ভাইয়ের কিছু হলে আমরা ঘরে বসে থাকবোনা। আমিসহ সকল ভক্বৃন্দ মিলে কাউকে ছাড় দিবোনা এমন হুশিয়ারী দেন তিনি। পৌর শহরের আরেক বাসিন্দা হাজ্বী দুলাল বলেন,  এই সৎ সাহসী এমপির উন্নয়ন কাজ কে ব্যাহত করতে অজ্ঞাত একটি চক্র উঠে পড়ে লেগেছে। 

কুচক্রী মহল  যতই ষড়যন্ত্র করুক না কেন কোন লাভ হবে না,  সততার সাথে  তিনি এগিয়ে যাবেন আমরা তার সাথে আছি। খেলা শেষে আরেক ভক্ত মাইক্রোফোন হাতে নিয়ে বলেন, যারা সুমন ভাইকে মারতে চায় তাদের হাত ভেঙ্গে গুড়িয়ে দিবো। সুমন ভাইকে মারা চলবেনা। এবিষয়ে রাতে  চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান,  আমরা বিষয়টি অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অনুসন্ধানক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়