Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

চুনারুঘাট প্রতিনিধি 

প্রকাশিত: ১২:১৫, ১ জুলাই ২০২৪

চুনারুঘাটে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের ১৬৯তম ‘হুল’ দিবস উদযাপন 

উৎসবে নৃত্য পরিবেশন করছেন সাঁওতাল তরুণীরা। ছবি- আই নিউজ

উৎসবে নৃত্য পরিবেশন করছেন সাঁওতাল তরুণীরা। ছবি- আই নিউজ

হবিগঞ্জের চুনারুঘাটে সাঁওতাল বিদ্রোহের ১৬৯তম বার্ষিকী 'হুল' উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে। 

গতকাল রোববার (৩০ জুন) সকাল ১১ ঘটিকায় দিনব্যাপী সুরমা চা বাগানের মাহুঝিলে সান্তাল জনগোষ্ঠীর আয়োজনে মধ্য দিয়ে দিবসটি অনুষ্ঠিত হয়।

সমাবেশের শুরুতে আদিবাসী সাঁওতালদের ঐতিহ্যবাহী সাজে তীর, ধনুক, ঢোল, সানাই নিয়ে বর্ণাঢ্য একটি নৃত্যের তালে তালে আগত অতিথিদের পূষ্পমাল্য দিয়ে বরন করে নেই সাঁওতাল তরুণীরা।

সুমেন বেসরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৬ নং শাহজাহানপুর ইউপি সাবেক চেয়ারম্যান বাবুল হোসেন খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসবিটারিয়ান সিনডের মডারেটর রেভা. যাকোব কিস্কু,খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক ফিলা পতমী, সুরমা চা বাগানের ব্যাবস্থাপক বাবুল সরকার, সহকারী ব্যাবস্থাপক মনিরুল ইসলাম মনির, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. লতিফ হোসেন, বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ পাঁনতাতী, তেলিয়াপাড়া চা বাগানের টিলা ক্লার্ক দিলীপ হেমব্রম, ইউপি সদস্য সাইমন মুরমু, গ্রেইস ফাউন্ডেশন কো-অর্ডিনেটর সামুয়েল মুরমু, রিচার্ড কট প্রমুখ। 

এসময় অনুষ্ঠানে হবিগঞ্জের বিভিন্ন চা বাগানের আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের দুই শতাধিক নারী,পুরুষ, শিশু, ও যুবক যুবতীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৮৫৫ সালে ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সাঁওতাল বিদ্রোহ হয়। সেই বিদ্রোহে নি/হত হন সাঁওতাল নেতা সিধু-কানুসহ ১০ হাজারেরও বেশি সাঁওতাল। তখন থেকে আদিবাসী সাঁওতালরা প্রতিবছর ৩০ জুন সাঁওতাল ‘হুল' বা বিদ্রোহ দিবস পালন করে আসছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়