হেলাল আহমেদ, আই নিউজ
হবিগঞ্জে গত দুই যুগে বেড়েছে নারীদের সংখ্যা, কমেছে পুরুষ
হবিগঞ্জ জেলায় বর্তমানে পুরুষের চেয়ে ৭০ হাজার ৯৪৬ জন নারী বেশি রয়েছেন।
হবিগঞ্জ জেলার মোট জনসংখ্যা ২৩ লাখ ৫৮ হাজার ৮৮৬ জন। যার মধ্যে নারীর সংখ্যা পুরুষের চেয়ে ৭০ হাজারের বেশি। যাদের অধিকাংশই আবার গ্রামের বাসিন্দা।
হবিগঞ্জ জেলার জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে জেলা পরিসংখ্যান কার্যালয়। এতে পুরো জেলার মোট জনসংখ্যা ও তা সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ তথ্য, উপাত্ত তোলে ধরা হয়েছে।
শুমারি প্রতিবেদনের তথ্য বলছে— হবিগঞ্জ জেলার মোট জনসংখ্যার মধ্যে পুরুষ আছেন ১১ লাখ ৪৩ হাজার ৯০১ জন। বিপরীতে জেলায় মোট নারীর সংখ্যা ১২ লাখ ১৪ হাজার ৮৪৬ জন। পুরুষের চেয়ে সংখ্যায় যা ৭০ হাজার ৯৪৫ জন বেশি। যদিও ২০০১ সালের পূর্বে হবিগঞ্জ জেলার মোট জনসংখ্যায় নারীর চেয়ে পুরুষের সংখ্যাই ছিল বেশি।
জনশুমারি ও গৃহগণনা প্রতিবেদন ২০২২ এর তথ্য বলছে— হবিগঞ্জে ১৯৯১ সালের জনশুমারিতে মোট জনসংখ্যায় পুরুষ ছিলেন ৭৭ লাখ ৩১ হাজার ৪ জন। বিপরীতে নারীর সংখ্যা ছিল ৭৫ লাখ ৩৫ হাজার ৫ জন। যা প্রায় দুই লাখ কম। ২০০১ সালের শুমারিতেও পুরুষের সংখ্যা ছিল বেশি। এই বছর হবিগঞ্জে মোট জনসংখ্যা ছিল ১৭ লাখ ৫৭ হাজার ৬৬৫ জন। যারমধ্যে পুরুষ ৮৯ লাখ ৩০ হাজার ২০ জন এবং নারী ছিলেন ৮৬ লাখ ৪৬ হাজার ৪৫ জন।
২০১১ সালে এসে হবিগঞ্জে মোট জনসংখ্যায় নারীর সংখ্যা বৃদ্ধি পায়। ২০১১ সালে জেলার মোট জনসংখ্যা ছিল ২০ লাখ ৮৯ হাজার ১ জন। যার মধ্যে নারী ছিলেন ১০ লাখ ৬৩ হাজার ৪১০ জন। বিপরীতে পুরুষের সংখ্যা ছিল ১০ লাখ ২৫ হাজার ৫৯১ জন। এই বছর পুরুষের চেয়ে নারীর সংখ্যা ছিল অর্ধ লক্ষের বেশি।
২০২২ সালে সবশেষে জনশুমারিতেও হবিগঞ্জের মোট জনসংখ্যায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা পাওয়া যায় বেশি। জেলায় বর্তমানে পুরুষের চেয়ে ৭০ হাজার ৯৪৬ জন নারী বেশি রয়েছেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’