Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

হেলাল আহমেদ, আই নিউজ

প্রকাশিত: ১৬:৪০, ১৬ জুলাই ২০২৪

হবিগঞ্জে গত দুই যুগে বেড়েছে নারীদের সংখ্যা, কমেছে পুরুষ

হবিগঞ্জ জেলায় বর্তমানে পুরুষের চেয়ে ৭০ হাজার ৯৪৬ জন নারী বেশি রয়েছেন।

হবিগঞ্জ জেলায় বর্তমানে পুরুষের চেয়ে ৭০ হাজার ৯৪৬ জন নারী বেশি রয়েছেন।

হবিগঞ্জ জেলার মোট জনসংখ্যা ২৩ লাখ ৫৮ হাজার ৮৮৬ জন। যার মধ্যে নারীর সংখ্যা পুরুষের চেয়ে ৭০ হাজারের বেশি। যাদের অধিকাংশই আবার গ্রামের বাসিন্দা।

হবিগঞ্জ জেলার জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে জেলা পরিসংখ্যান কার্যালয়। এতে পুরো জেলার মোট জনসংখ্যা ও তা সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ তথ্য, উপাত্ত তোলে ধরা হয়েছে।

শুমারি প্রতিবেদনের তথ্য বলছে— হবিগঞ্জ জেলার মোট জনসংখ্যার মধ্যে পুরুষ আছেন ১১ লাখ ৪৩ হাজার ৯০১ জন। বিপরীতে জেলায় মোট নারীর সংখ্যা ১২ লাখ ১৪ হাজার ৮৪৬ জন। পুরুষের চেয়ে সংখ্যায় যা ৭০ হাজার ৯৪৫ জন বেশি। যদিও ২০০১ সালের পূর্বে হবিগঞ্জ জেলার মোট জনসংখ্যায় নারীর চেয়ে পুরুষের সংখ্যাই ছিল বেশি।

জনশুমারি ও গৃহগণনা প্রতিবেদন ২০২২ এর তথ্য বলছে— হবিগঞ্জে ১৯৯১ সালের জনশুমারিতে মোট জনসংখ্যায় পুরুষ ছিলেন ৭৭ লাখ ৩১ হাজার ৪ জন। বিপরীতে নারীর সংখ্যা ছিল ৭৫ লাখ ৩৫ হাজার ৫ জন। যা প্রায় দুই লাখ কম। ২০০১ সালের শুমারিতেও পুরুষের সংখ্যা ছিল বেশি।  এই বছর হবিগঞ্জে মোট জনসংখ্যা ছিল ১৭ লাখ ৫৭ হাজার ৬৬৫ জন। যারমধ্যে পুরুষ ৮৯ লাখ ৩০ হাজার ২০ জন এবং নারী ছিলেন ৮৬ লাখ ৪৬ হাজার ৪৫ জন।

২০১১ সালে এসে হবিগঞ্জে মোট জনসংখ্যায় নারীর সংখ্যা বৃদ্ধি পায়। ২০১১ সালে জেলার মোট জনসংখ্যা ছিল ২০ লাখ ৮৯ হাজার ১ জন। যার মধ্যে নারী ছিলেন ১০ লাখ ৬৩ হাজার ৪১০ জন। বিপরীতে পুরুষের সংখ্যা ছিল ১০ লাখ ২৫ হাজার ৫৯১ জন। এই বছর পুরুষের চেয়ে নারীর সংখ্যা ছিল অর্ধ লক্ষের বেশি। 

২০২২ সালে সবশেষে জনশুমারিতেও হবিগঞ্জের মোট জনসংখ্যায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা পাওয়া যায় বেশি। জেলায় বর্তমানে পুরুষের চেয়ে ৭০ হাজার ৯৪৬ জন নারী বেশি রয়েছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়