Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

অঞ্জন রায়, নবীগঞ্জ 

প্রকাশিত: ১৮:৫৭, ১০ সেপ্টেম্বর ২০২৪

নবীগঞ্জে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে বিদ্যুৎ অফিস ঘেরাও

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় লাগামহীন বিদ্যুৎবিভ্রাটের প্রতিবাদে ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ মানুষ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নবীগঞ্জের সর্বসধারণের আয়োজনে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে শহরের নতুন বাজার মোড়ে জড়ো হয় সাধারণ মানুষ। পরে বিক্ষোভ মিছিল নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের অভিমুখে যাত্রা শুরু করে।

পরে নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সামনে গিয়ে ঘেরাও করে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে নানা শ্লোগান দেন আন্দোলনকারীরা।

এসময় আন্দোলনকারীরা নবীগঞ্জে বিদ্যুৎ গ্রীডস্থাপন করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেয়ার দাবী জানান।

এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম সুমন, নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ, জহিরুল ইসলাম সোহেল, বাজারের ব্যবসায়ী লিপু আহমেদ, হাবিবুর রহমান হাবিব, নাবেদ মিয়া, ইশতিয়াক মোহাম্মদ আপন।

পরে নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুল্লাহ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রদানে নবীগঞ্জে বিদ্যুৎ গ্রীডস্থাপন করণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করবেন বলে আশ্বাস দিলে আন্দোলকারীরা আন্দোলন প্রত্যাহার করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়