মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৪, ১১ মে ২০২০
আপডেট: ২২:৫৭, ১১ মে ২০২০
আপডেট: ২২:৫৭, ১১ মে ২০২০
মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
মৌলভীবাজার সদর উপজেলায় একদিনে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ আইনিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান আক্রান্তদের সবাই সদর উপজেলার। সবাইকে চিকিৎসার আওতায় আনা হচ্ছে। এরা সবাই শহরের বাসিন্দা। তারা পুরাতান রোগীদের আত্মীয়-স্বজন এবং তাদের সংস্পর্শে থাকা।
তিনি আরও জানান, ঢাকার ল্যাব থেকে এই তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে নমুনা সংগ্রহ করা পরীক্ষার রিপোর্ট অনুযাী জেলার করোনা আক্রান্তের সংখ্যা ৪৮ জন। এরমধ্যে মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালের ১০ জন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী রয়েছেন।
উল্লেখ্য- গত ১৩ এপ্রিল ঢাকায় আক্রান্ত হয়ে মারা যান মৌলভীবাজারের শ্রমিকলীগ নেতা সৈয়দ মফচ্ছিল আলী। আইইডিসিআর তাকে মৌলভীবাজারের রোগী হিসেবে তালিকায় রেখেছে। এছাড়া এপ্রিল মাসে বড়লেখার এক চানাচুর বিক্রেতা স্থানীয়ভাবে উপসর্গ নিয়ে সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হলে, সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। মৌলভীবাজারের করোনা রোগী হলেও তাকে সিলেটের তালিকায় রাখা হয়েছে। এরইমধ্যে তিনি সুস্থ হয়ে উঠেছেন। এই দুইজন হিসেব করলে মৌলভীবাজারের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ জন।
এদিকে গত ৪ এপ্রিল রাজনগরে সানচু মিয়া নামে এক পান সিগারেট দোকানদার মারা যান। তিনি জেলার প্রথম করোনা আক্রান্ত রোগী ছিলেন।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’
সর্বশেষ
জনপ্রিয়