নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২২:০২, ২৯ অক্টোবর ২০২১
পর্যটন জেলা মৌলভীবাজারে হাফ ম্যারাথন (ভিডিও)
ম্যারাথনের শেষে পুরস্কার বিতরণ। ছবি- আইনিউজ।
ছয় শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে প্রবাসী ও পর্যটন অধ্যুষিত চায়ের রাজধানী মৌলভীবাজারে 'বেঙ্গল কনভেনশন হল হাফ ম্যারাথন-২০২১' অনুষ্ঠিত হয়েছে। ম্যারাথনে সবার মুখে উচ্চারিত হয় অসাম্প্রদায়িক বাংলাদেশের দৃঢ় প্রত্যয়। ধর্মকেন্দ্রিক নয়, মানুষের জয়গান।
চা বাগান ও পাহাড়ী জনপদে আজ শুক্রবার (২৯ অক্টোবর) ভোর ছয়টায় ম্যারাথনের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়রম্যান মিছবাহুর রহামন।
হাফ এবং মিনি দুটি বিভাগে ৬০০ জন প্রতিযোগী এই ম্যারাথনে অংশ নেন। পৌর মেয়র চত্বর থেকে দুই ধাপে যথাক্রমে নারী-পুরুষের অংশগ্রহণে একসঙ্গে ২১ কিলোমিটার এবং ১০ কিলোমিটার দূরত্বে হাফ ম্যারাথন শেষ হয়। ১০ কিলোমিটারে অংশগ্রহণকারীদের গায়ে ছিল নীল রঙের টি-শার্ট এবং ২১ কিলোমিটারে অংশগ্রহণকারীদের গায়ে ছিল সবুজ রঙের টি-শার্ট।
ম্যারাথনের উদ্বোধন।
১০ কিলোমিটার ম্যারাথন পৌর মেয়র চত্বর থেকে শুরু করে কালেঙ্গা সড়ক হয়ে দেওড়াছড়া চা বাগানের ভেতর বধ্যভূমি হয়ে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে শেষ হয়। ২১ কিলোমিটার হাফ ম্যারাথন একই স্থান ও একই সময়ে শুরু হয়ে কালেঙ্গা সড়ক হয়ে দেওড়াছড়া চা বাগান পাড়ি দিয়ে ‘ছয়সিঁড়ি দীঘি’ হয়ে মৌলভীবাজার স্টেডিয়ামে শেষ হয়।
১০ কিলোমিটার হাফ ম্যারাথনে অংশ নিয়ে পুরুষ ক্যাটাগরিতে প্রথম হন সাজ্জাদুর হোসেন। তিনি দৌড় শেষ করতে ৩৭ মিনিট ৫৮ সেকেন্ড সময় নেন। দ্বিতীয় স্থান অধিকারী আবিদ-ই-রহমান তাঁর দৌড় শেষ করেন ৩৯ মিনিট ৫৪ সেকেন্ড। আর তৃতীয় সাব্বির ভূইয়া সময় নেন ৪১ মিনিট ২৭ সেকেন্ড।
বিস্তারিত ভিডিওতে-
একই বিভাগের নারী ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন নাসরীন বেগম। তিনি সময় নেন ৫৩ মিনিট ৫৭ সেকেন্ড। দ্বিতীয় হন মভি সূত্রধর। তাঁর সময় লাগে ৫৭ মিনিট। তৃতীয় নারগীস জাহান ওহাব সময় নেন ৫৯ মিনিট ১৮ সেকেন্ড।
২১ কিলোমিটার হাফ ম্যারাথনে অংশ নিয়ে পুরুষ ক্যাটাগরিতে প্রথম হন মো. আসিফ বিশ্বাস। তিনি দৌড় শেষ করতে ১ ঘন্টা ২১ মিনিট সময় নেন। দ্বিতীয় স্থান অধিকারী আশরাফুল আলম দৌড় শেষ করেন ১ ঘন্টা ২৩ মিনিটে। আর তৃতীয় ইমন হোসেন সময় নেন ১ ঘন্টা ২৬ মিনিট।
একই বিভাগের নারী ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন মৌসুমী আক্তার এপি। তিনি সময় নেন ২ ঘন্টা ৩ মিনিট। দ্বিতীয় হন পারুল দাস তাঁর সময় লাগে ২ ঘন্টা ১৪ মিনিট। তৃতীয় নাজনীন সুহানা সময় নেন ২ ঘণ্টা ২৩ মিনিট।
মৌলভীবাজার রানার্স ক্লাব ও মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি যৌথভাবে এ ম্যারাথনের আয়োজন করছে। এ আয়োজনে সার্বিক সহযোগিতা করছে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা। ম্যারাথনের টাইটল স্পন্সর ছিল 'বেঙ্গল কনভেনশন হল'।
দৌড় শেষে ‘চা-কন্যা’ প্রতিছব্বি সম্বলিত মেডেল এবং পুরস্কার বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে তুলে দেন আয়োজক ও অতিথিরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান। বিশেষ অতিতি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিকো প্রমুখ। উপস্থিত ছিলেন বেঙ্গল কনভেনশন হলের পরিচালক সৈয়দ মুনিম আহমদ রিমন, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু, জেলা ক্রিকেটে কোচ রাসেল আহমদ প্রমুখ।
ছয়সিড়ি দিঘীর পাড়ে হাফ ম্যারাথনের টার্নিং পয়েন্ট। ছবি- আইনিউজ।
আয়োজক ইমন আহমদ জনান স্বাস্থ্যসচেতন ও দৌড়ের প্রতি আগ্রহী এবং জেলার পর্যটনকে তুলে ধরা এই ম্যারাথনের উদ্দেশ্য।
আগামীতে ফুল ম্যারাথন করার পরিকল্পনা আয়োজকদের- জানান সঞ্জীব মিথৈ।
এমন আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতা অব্যাহত থাকবে বলে জানান সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। এই হাফ ম্যারাথনের মধ্যদিয়ে মৌলভীবাজারের প্রাকৃতিক সৌন্দর্য, দেশ-বিদেশের মানুষের কাছে পৌছে যাবে। সেই সাথে পযটকদের জেলার পযটনে আকর্ষণ বাড়বে বলে জানিয়েছেন তিনি।
আইনিউজ/কেএইচ শাওন/এসডি
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’