Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৩, ৩১ অক্টোবর ২০২১

নাগরিক সুবিধা সম্পন্ন পৌরসভা গড়তে মেয়র হতে চান মনসুরুল হক

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সৈয়দ মনসুরুল হক

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সৈয়দ মনসুরুল হক

নাগরিক সুবিধা সম্পন্ন পৌরসভা গড়তে আসন্ন শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক। শনিবার(৩০ অক্টোবর) রাতে শহরের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের হল রুমে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

আসন্ন শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনোয়ন পেয়েছেন সৌয়দ মনসুরুল হক। তিনি আওয়ামী লীগের মৌলভীবাজার জেলার সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। তিনি শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা কলেজের অধ্যক্ষ। একটি নাগরিক সুবিধা সম্পন্ন পৌরসভা গড়তে পৌরসভার মেয়র হতে চান তিনি।

সৈয়দ মনসুরুল হক বলেন, আমি ছাত্রজীবন থেকে শুরু করে দীর্ঘ ৩৫ বছর ধরে আমি জনগণের আশা-আঙ্খাক্ষা ধারণ করে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক, খেলাধুলা, শিক্ষাসহ সকল কর্মকাণ্ডে আছি। আমি একটি কলেজের অধ্যক্ষ। আমাদের শ্রীমঙ্গল একটি পর্যটন নগরী। দেশ বিদেশ থেকে এখানে পর্যটকরা আসেন। আমাদের শহরের যত্রতত্র ময়লা আর্বজনা পরে থাকে। রাতের বেলা সড়কবাতির বেশীরভাগই জ্বলে না, শহরে অবৈধভাবে চলা যানবাহনের কারনে যানজট লেগেই রয়েছে। নাগরিক সেবায় পৌরসভার জনপ্রতিনিধিদের কাছ থেকে যতটুকু সেবা পাওয়ার কথা তার অনেক কম সেবা পান জনগণ। আমার কাছে প্রায়ই লোকজন আসেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে। তারা মেয়র সাহেবের কাছে যেতে পারেন না। সাধারণ জনগনের সাথে মেয়রের দূরত্ব অনেক।

তিনি বলেন, আমাদের এই পৌরসভার অনেক ভোটার রয়েছেন যারা শ্রীমঙ্গল শহরের বাইরে থাকেন। ভোটের সময় এসে তারা ভোট দিয়ে চলে যান। জনপ্রতিনিধিরা তাদেরকে সব বরাদ্দ দিয়ে দেন। আমার পৌরসভার অসহায় মানুষরা সরকারের বিভিন্ন প্রনোদনা থেকে বঞ্চিত হচ্ছে। একটি প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে এই শহরে পৌরসভার অনেক কিছুই করা যেত। নির্বাচনকে সামনে রেখে হঠাৎ করেই গত দশ বছরের কাজ একসাথে করা শুরু হয়ে গেছে। কিন্তু এতদিন জনপ্রতিনিধিরা কি করলো বুঝলাম না?  

তিনি আরও বলেন, দীর্ঘদিন যাবৎ নির্বাচন বিহীন শ্রীমঙ্গল পৌরসভার জনগণ প্রকৃত নাগরিক সেবা থেকে বঞ্চিত। জনপ্রতিনিধিরা মনে করেছিলেন মামলা দিয়ে পৌরসভার নির্বাচন আটকে রাখবেন। সে জন্য তারা পৌরবাসীর কোন কথাই পাত্তা দেন নি। আমি চাই আমার পৌরসভার আর কোন জনগন সেবা পাওয়ার জন্য জনপ্রতিনিধিদের দাড়ে দাড়ে ঘুরবে না। আমি মেয়র হলে পৌরসভার সব কাজে আধুনিকতা নিয়ে আসবো। পৌরবাসী বাসায় বসেই নাগরিক সেবা পাবেন। আমাকে শ্রীমঙ্গলবাসী সব সময় কাছে পেয়েছেন। জনগণের পাশে থেকে উন্নয়নে আমি কাজ করবো। আমি মেয়র নির্বাচিত হলে পৌরবাসীকে সাথে নিয়ে একটি নান্দনিক পর্যটন শহর হিসেবে শ্রীমঙ্গলকে গড়ে তুলবো। 

শহরের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের হল রুমে সাবাংদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিসবাহুর রহমান, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএসএম আজাদুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন আগামী ২৮ নভেম্বর। গত দশ বছর আগে এই পৌরসভায় নির্বাচন হয়েছিলো। এরপর মেয়াদ শেষ হলেও সীমানা জটিলতাসহ বিভিন্ন কৌশলী মামলায় আটকে ছিলো পৌরসভার নির্বাচন।

আইনিউজ/সাজু মারছিয়াং/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়