Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

প্রকাশিত: ০৬:৫৩, ২৮ মে ২০১৯
আপডেট: ০৬:৫৩, ২৮ মে ২০১৯

নিজেকে আরেকবার প্রমাণ করতে চান সাকিব

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ কোচ স্টিভ রোডস জানালেন, সাকিব আল হাসান বিশ্বকাপে খেলতে মুখিয়ে আছেন। ওয়ানডের শীর্ষ এ অলরাউন্ডার বিশ্বকাপে নিজেকে আরেকবার প্রমাণ করতে চান সাকিব।
আঙুলের চোট তাঁকে ছিটকে ফেলেছিল নিউজিল্যান্ড সফর থেকে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ দিয়ে ওয়ানডেতে ফিরেছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের প্রথম শিরোপাজয়ে রেখেছেন দাপুটে ভূমিকাও। দুটি ফিফটি আর ‘কৃপণ’ বোলিংয়ে ওয়ানডের শীর্ষ অলরাউন্ডারের জায়গাও ফিরে পান সাকিব। দীর্ঘ আট মাস পর ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার হয়েই তিনি পা রাখছেন বিশ্বকাপে। বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস সাকিবকে অনুপ্রাণিত করছেন, বিশ্বকাপে দেখিয়ে দাও তুমি কেন এক নম্বর। কার্ডিফে আজ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ দল কয়েক দিন আগেই পৌঁছে গেছে কার্ডিফে। সেখানে বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি মাঠে গড়ায়নি। ভারতের মুখোমুখি হওয়ার আগে আইসিসির ওয়েবসাইটে সাকিবকে নিয়ে বলেছেন রোডস। দেশসেরা অলরাউন্ডার বিশ্বকাপে নামতে মুখিয়ে আছেন বলে জানালেন বাংলাদেশ কোচ, ‘সাকিব ভালো আছে। শারীরিকভাবেও চাঙা হয়ে উঠেছে। আয়ারল্যান্ডে একটু সমস্যা হলেও তা কাটিয়ে উঠেছে। সে বিশ্বকাপে নামতে মুখিয়ে।’ একটা সময় ছিল যখন তিন সংস্করণেই বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন সাকিব। দৃশ্যটা তখন প্রায় নিয়মিতই হয়ে উঠেছিল। মাঝে ছন্দপতন হয়। অনেকেই ভাবছিলেন সাকিব বোধ হয় সেরা সময়টা পেরিয়ে গেছেন। তবে রোডস মনে করেন, ঠিক এ জায়গাটাতেই সাকিবের নিজেকে কিছুটা হলেও প্রমাণের উপলক্ষ আছে। আর নিজেকে প্রমাণ করতে বিশ্বকাপের চেয়ে ভালো টুর্নামেন্ট হয় না, ‘সে বিশ্বকাপে ভালো সময় কাটাতে চায়। আমার মতে, তাঁর নিজেকে কিছুটা প্রমাণের উপলক্ষও আছে, সে নিজেও হয়তো এমনটাই ভাবছে। তবে সে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এখন শীর্ষ অলরাউন্ডার-ওটাই তাঁর জায়গা বলে মনে করি আমরা। আর এ কথাটা সবাইকে বিশ্বাস করাতেই তাঁর নিজেকে প্রমাণ করতে হবে।’ এসএ/ইএন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়