Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৪, ২৫ নভেম্বর ২০২১
আপডেট: ২০:১৪, ২৫ নভেম্বর ২০২১

কামারচাকে প্রার্থী বদল, শেখ হাসিনার চিঠি

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বদল করা হয়েছে। এ ব্যাপারে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী চিঠি দিয়েছেন।

রাজনগর উপজেলা রিটার্নিং অফিসার বরাবরে দেওয়া চিঠিতে চুড়ান্ত প্রার্থী মনোনয়ন দেওয়ার কথা জানানো হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়- ‘কামারচাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নজমুল হককে বাংলাদেশ আওয়ামী লীগের চুড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। 

এ বিষয়ে বর্তমান চেয়ারম্যান নজমুল হক সেলিম আইনিউজকে বলেন, কামারচাক ইউনিয়নে দলীয় প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি আমার মনোনয়নপত্র ঢাকা আওয়ামী লীগ অফিস থেকে নিয়ে এসেছি। 

রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত আইনিউজকে বলেন, আমরা স্থানীয়ভাবে উপজেলা আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত নিয়ে নজমুল হক সেলিমের নাম ঢাকায় পাঠিয়েছি। জেলা আওয়ামী লীগও নজমুল হকের নাম পাঠিয়েছে। আতাউর রহমানের নাম ঢাকায় যায় নি। তারা এই বিভ্রান্তি ছড়িয়েছে। 

মিলন বখত বলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমেদ এমপি এ বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সাথে কথা বলেছেন। নজমুল হক সেলিম প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র নিয়ে এসেছেন।

এ ব্যাপারে কামারচাক ইউনিয়নের সম্ভ্যাব্য চেয়ারম্যান পার্থী আতাউর রহমান আইনিউজকে বলেন, ‘নজমুল হক সেলিমের মনোনয়ন দেওয়া হয় ২৩ নভেম্বর। তাঁর বিরুদ্ধে দলীয় সভানেত্রী শেখ হাসিনা বরাবরে কামারচাক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি লিখিত অভিযোগ দিয়েছেন। এতে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য আবেদন করা হয়। সে প্রেক্ষাপটে নজমুল হক সেলিমের মনোনয়ন বাতিল করে ২৪ নভেম্বর আমাকে মনোনয়ন দিয়েছেন, এটা হালনাগাদ। এখন তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। আমিই নৌকা প্রতীকের বৈধ প্রার্থী।’

উপজেলা ও জেলা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ডে নাম ছিল কিনা জানতে চাইলে আতাউর রহমান বলেন, আমি রাজনগর উপজেলা আওয়ামী লীগের কাছে সিভি দিয়েছিলাম। কিন্তু ঢাকায় নাম পাঠাননি। একক প্রার্থী হিসেবে নজমুল হক সেলিমের নাম পাঠানো হয়েছে।  আমি শেখ রাসেল শিশু কিশোর পরিষদ রাজনগর উপজেলা শাখার সভাপতির দায়িত্বে আছি। 

উল্লেখ্য, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজমুল হক সেলিমকে মনোনয়ন দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ। সিলেট বিভাগের অন্যান্য দলীয় প্রার্থীদের সাথে তালিকায় সেলিমের নামও দেয়া হয়। কিন্তু ২৪ নভেম্বর রাতে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে কামারচাকে আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান। আতাউর রহমানের সমর্থকেরাও এ বিষয়টি প্রচার করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়ন পত্রের ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে আতাউর রহমানের সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। এ নিয়ে ধুম্রজাল তৈরি হয়। 

এর আগে গত মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় মৌলভীবাজার সদর ও রাজনগরের বিশটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়।

মনোনয়ন প্রাপ্তরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নে মো. মখলিছুর রহমান, খলিলপুর ইউনিয়নে মো. অলিউর রহমান, মনুমুখ ইউনিয়নে এমদাদ হোসেন, কামালপুর ইউনিয়নে মো. আব্দুর রহমান, আপার কাগাবলা ইউনিয়নে মো. মুজিবুর রহমান, আখাইলকুড়া ইউনিয়নে শেখ মো. বদরুজ্জামান চুনু, একাটুনা ইউনিয়নে মো. আবু সুফিয়ান, চাঁদনীঘাট ইউনিয়নে আখতার উদ্দিন, কনকপুর ইউনিয়নে জুবায়ের আহমদ, নাজিরাবাদ ইউনিয়নে মো. আশিকুর রহমান, মোস্তফাপুর মো. খসরু আহমেদ ও গিয়াসনগরন ইউনিয়নে মো. ছুরুক মিয়া। 

রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নে মো. বখতিয়ার উদ্দিন, উত্তরভাগ ইউনিয়নে মো. সোহেল আলম, মুন্সিবাজার ইউনিয়নে ছালেক মিয়া, পাঁচগাও ইউনিয়নে মো. সিরাজুল ইসলাম, রাজনগর ইউনিয়নে মো. রেজাউল করিম সোহেল, টেংরা ইউনিয়নে মোহাম্মদ মাহমুদ উদ্দীন, কামারচাক ইউনিয়নে মো. নজমুল হক  ও মনসুরনগর ইউনিয়নে মিলন বখত। 

আইনিউজ/এইচকে

আইনিউজে মৌলভীবাজারের বিভিন্ন ভিডিও খবর

মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ

মৌলভীবাজারের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়