Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৬, ২৫ নভেম্বর ২০২১
আপডেট: ১৯:১২, ২৫ নভেম্বর ২০২১

‘নির্বাচনের আগেই আমার ভোটার-সমর্থকদের ভয় দেখাচ্ছে নৌকার লোকজন’

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মহসীন মিয়া মধু। ছবি- আল ইব্রাহীম।

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মহসীন মিয়া মধু। ছবি- আল ইব্রাহীম।

দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজার জেলার চা শিল্প সমৃদ্ধ পর্যটন উপজেলা শ্রীমঙ্গলের প্রথম শ্রেণীর পৌরসভার নির্বাচন। কিন্তু এতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়রের সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে- এমন অভিযোগ জানিয়েছেন মেয়র মহসীন মিয়া মধু।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গলের একটি রেস্টুরেন্টের কনফারেন্স হলে সংবাদ সম্মেলন করে তিনি এই অভিযোগ জানান।

বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মহসীন মিয়া মধু সাংবাদিকদের বলেন, আমি একটি সুষ্ঠ নির্বাচন চাই। ভোটের আগেই আমার ভোটার ও সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে নৌকা প্রতীকের সমর্থকরা। এমনকি মিথ্যে বানোয়াট তথ্য দিয়ে ফেইসবুকিং করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমার বাসার সামনে মোটরসাইকেল শোডাউন করে বিরক্তিকর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।

তিনি আশংকা করছেন ভোটের দিন বহিরাগতরা কেন্দ্রের বুথে প্রবেশ করে ভোটারদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাপ সৃষ্টি করবে। তাই তিনি এ ব্যাপারে প্রশাসন ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেন।

মহসীন মিয়া মধুর এ অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক এ অভিযোগ মিথ্যা বলে জানান।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মধু মিয়াকে একহাত নিলেন ব্যারিস্টার সুমন

মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ

প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

বাংলাদেশের সংস্কৃতি-উৎসবে মুগ্ধ বিদেশিনী

পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়