রাজনগর প্রতিনিধি
আপডেট: ১৮:৫৭, ২৬ নভেম্বর ২০২১
রাজনগরের ৮ ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিলেন ৪০ চেয়ারম্যান প্রার্থী

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪০ জন প্রার্থী। উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। এসব ইউনিয়নপরিষদে ভোট গ্রহণ হবে আগামী ২৬ ডিসেম্বর।
চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন-
১ নং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী : নকুল চন্দ্র দাশ (আওয়ামী লীগ বিদ্রোহী), তিনি জেলা যুবলীগ সদস্য ও বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান। আমির আলী (স্বতন্ত্র, তিনি বিএনপি নেতা), শামছুদ্দিন (স্বতন্ত্র), আব্দুল মালিক (স্বতন্ত্র), মো. বখতিয়ার উদ্দিন (আওয়ামী লীগ মনোনীত)।
২নং উত্তরভাগ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী : রাজা মিয়া (স্বতন্ত্র), মো. এস মিয়া (স্বতন্ত্র), শাহ শাহিদুজ্জামান (স্বতন্ত্র, তিনি বর্তমান চেয়ারম্যান। সৈয়দ আবুল কালাম (স্বতন্ত্র), আ. জুনেদ আলী (স্বতন্ত্র), দিগেন্দ্র চন্দ্র সরকার (আওয়ামী লীগ বিদ্রোহী), মো. সোহেল আলম (আওয়ামী লীগ মনোনীত)।
৩নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী : ছালেক মিয়া (আওয়ামী লীগ মনোনীত), আবুল হোসেন (আওয়ামী লীগ বিদ্রোহী), রাহেল মিয়া (আওয়ামী লীগ বিদ্রোহী)।
৪নং পাঁচগাও ইউনিয়ন : শামসুন নুর আহমদ (আওয়ামী লীগ বিদ্রোহী), তিনি বর্তমান চেয়ারম্যান। অতষী বরণ ভট্টাচার্য (স্বতন্ত্র), তিনি প্রাক্তন শিক্ষক। মো. সিরাজুল ইসলাম (আওয়ামী লীগ মনোনীত), সাইদুল ইসলাম বাচ্চু (আওয়ামী লীগ বিদ্রোহী), জিলু মিয়া (স্বতন্ত্র), জহিরুল বাচ্চু ইসলাম (আওয়ামী লীগ বিদ্রোহী)।
৫নং রাজনগর ইউনিয়ন : মো. রেজাউল করিম সোহেল (আওয়ামী লীগ মনোনীত), শিপলু আহমেদ (আওয়ামী লীগ বিদ্রোহী), জুবায়ের আহমদ চৌধুরী (স্বতন্ত্র), দেওয়ান খয়রুল মজিদ (স্বতন্ত্র)।
৬নং টেংরা ইউনিয়ন : টিপু খান (আওয়ামী লীগ বিদ্রোহী), মাহমুদ উদ্দিন (আওয়ামী লীগ মনোনীত), সেলিম আহমেদ (স্বতন্ত্র, তিনি বিএনপি নেতা)। আকমল হোসেন (আওয়ামী লীগ বিদ্রোহী), আরজান খান (আওয়ামী লীগ বিদ্রোহী)।
৭নং কামারচাক ইউনিয়ন : নজমুল হক (আওয়ামী লীগ মনোনীত), জিয়াউর রহমান (স্বতন্ত্র), আতাউর রহমান, মান্না ছালামত (স্বতন্ত্র), মো. ইনছান মিয়া (স্বতন্ত্র)।
৮ নং মনসুরনগর ইউনিয়ন : মিলন বখত (আওয়ামী লীগ মনোনীত), আজিদ উল্লা (স্বতন্ত্র), সৈয়দ গোলাম কিবরিয়া (স্বতন্ত্র), মো. হুমায়ুন কবির (স্বতন্ত্র, তিনি জাসদ নেতা)।
এছাড়া সংরক্ষিত মহিলা প্রার্থী ৯৬ জন ও সাধারণ সদস্য প্রার্থী ৩২৬ জন মনোনয়নপত্র দাখিল করেছে।
উল্লেখ্য, মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ চতুর্থ ধাপে ৮৪০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে আগামী ২৬ ডিসেম্বর। ১০ নভেম্বর নির্বাচন কমিশনের বৈঠকে এই নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন ছিল ২৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ নভেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন-
কামারচাকে প্রার্থী বদল, শেখ হাসিনার চিঠি
নাগরিক বঞ্চনা নিয়েই ১০ বছর পর শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচন
মৌলভীবাজারে ১৩৩ টাকায় ৪০ জনের পুলিশে চাকরি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ
মৌলভীবাজারের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’