নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১১:১৬, ২৭ নভেম্বর ২০২১
শ্রীমঙ্গল পৌর নির্বাচনী সহিংসতায় আহত ৮, দুই মেয়র প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ
দুই মেয়রপ্রার্থীর সংবাদ সম্মেলন।
শ্রীমঙ্গল পৌর নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সহিংসতায় অন্তত ৭ থেকে ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় দুই মেয়র পদপ্রার্থী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে একে অন্যকে এ ঘটনায় দায়ী করেছেন।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর শ্রীমঙ্গল শহরের ডাক বাংলো পুকুরপাড় এলাকায়। শ্রীমঙ্গলের বর্তমান মেয়র ও আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধুর বাসভবন একই এলাকায়। নির্বাচনী সহিংসতায় উভয় পক্ষের অন্তত ৭ থেকে ৮ জন আহত হয়েছেন বলে জানা যায়।
আহতরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী সৈয়দ মনসুরুল হকের সমর্থক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের বর্তমান উপ-দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন রাহিদ এবং আনোয়ার হোসেন তামীমসহ ৪ থেকে ৫ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে শ্রীমঙ্গল আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে তাঁরা হাসপাতালে ভর্তি নেতাকর্মীদের ভিডিও ফুটেজ ও ছবি প্রদর্শন করেছেন।
শ্রীমঙ্গল পৌর ভবন
সহিংসতার ঘটনায় গুরুতর আহত আওয়ামী লীগ কর্মী দেলোয়ার হোসেন রাহিদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের হয়।
অপরদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মহসিন মিয়া মধুর তিন থেকে চার জন আহত হয়েছেন বলে মহসিন মিয়া মধুর পক্ষে অভিযোগ করা হয়।
শুক্রবার বিকেল চারটার দিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক তাঁর গুহ রোডের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি গণমাধ্যমকে জানান, স্বতন্ত্র মেয়র প্রার্থী ইভিএমে ভোট হবে জেনে তার লম্বা হাত ছোট হয়ে গেছে। ইভিএমের ভোটে কারচুপি হবে না, তিনি উল্টাপাল্টা অভিযোগ করেন।
এছাড়াও আওয়ামী মনোনীত মেয়রপ্রার্থী মনসুরুল হক দাবি করেন তার দলীয় নেতাকর্মীদের রাতে ডাকবাংলো এলাকার মধুর বাসা ভবনে সামন থেকে হামলা করে বাসার ভিতরে নিয়ে বেধড়ক মারপিট করা হয়েছে।
অপরদিকে বর্তমান মেয়র ও আসন্ন নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মহসীন মিয়া মধু সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন, জনমনে ভীতি ছড়ানোর জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী অপকৌশল গ্রহণ করেছেন। তিনি ভোটের পরিবেশ পরিস্থিতি ধ্বংস করেছেন। অবাধ, সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনে বড় বাধা এখন প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী।
পৌর নির্বাচনকে কেন্দ্র করে নানা অভিযোগ এনে শুক্রবার (২৬ নভেম্বর) বেলা ২টার পর স্বতন্ত্র মেয়র প্রার্থী মহসিন মিয়া মধু তাঁর নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন। তিনি অভিযোগ করেন, রাতে তাঁর বাসায় কোনও উষ্কানি ছাড়াই হামলা হয়। এজন্য তিনি আওয়ামী লীগের একটি অংশকে দায়ি করে বলেন, প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীর মদদে আমার বাসভবনে সন্ত্রাসী কায়দায় হামলা করে ভাঙচুর করা হয়।
এদিকে এ ঘটনার পর আজ সকাল থেকে শ্রীমঙ্গল শহরে আইনশৃংখলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন পেয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। টহলে রয়েছে র্যাব ও বিজিবি।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মধু মিয়াকে একহাত নিলেন ব্যারিস্টার সুমন
মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ
প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
বাংলাদেশের সংস্কৃতি-উৎসবে মুগ্ধ বিদেশিনী
পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’