মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২৩:৫৮, ২৬ নভেম্বর ২০২১
মধ্যরাত থেকে মৌলভীবাজারের যেসব এলাকায় চলবে না মোটরসাইকেল

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচনসহ দুই উপজেলার ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সেসব এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী রোববার (২৮ নভেম্বর) এসব ইউনিয়ন ও শ্রীমঙ্গল পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ।
শুক্রবার (২৬ নভেম্বর) মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুসারে, শুক্রবার (২৬ নভেম্বর) দিবাগত মধ্যরাত (রাত ১২টা) থেকে ২৯ নভেম্বর (সোমবার) ভোর ৬ টা পর্যন্ত শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখার নির্বাচনী এলাকাগুলোতে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
তবে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকরা নির্বাচন কমিশনের স্টিকার ও পরিচয়পত্র ব্যবহার করে মোটরসাইকেল চালাতে পারবেন।
এছাড়া ২৭ নভেম্বর (শনিবার) মধ্যরাত (রাত ১২টা) থেকে ২৮ নভেম্বর (রোববার) মধ্যরাত (রাত ১২টা) পর্যন্ত যন্ত্রচালিত সব যানবাহন চলাচল বন্ধ থাকবে।
উল্লেখ্য, দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজার জেলার চা শিল্প সমৃদ্ধ পর্যটন উপজেলা শ্রীমঙ্গলের প্রথম শ্রেণীর পৌরসভার নির্বাচন। আগামী ২৮ নভেম্বর ইভিএমের মাধ্যমে সেখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
একই দিন তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজার জেলার দু’টি উপজেলার ২৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এরমধ্যে বড়লেখা উপজেলায় ১০টি ইউনিয়নের মধ্যে আছে—বর্ণি, দাশেরবাজার, নিজবাহাদুরপুর, উত্তর শাহবাজারপুর, দক্ষিণ শাহবাজপুর, বড়লেখা সদর, তালিমপুর, দক্ষিণভাগ উত্তর, সুজানগর, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন।
জেলার কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে রয়েছে—বরমচাল, ভুগশিমইল, ভাটেরা, জয়চন্ডি, ব্রাক্ষ্মণবাজার, কাদিপুর, কুলাউড়া, রাউতগাঁও, টিলাগাঁও, হাজিপুর, শরিফপুর, পৃথিমপাশা, কর্মধা ইউনিয়ন।
আইনিউজ/এসডিপি
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’