Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

বিষ্ণু দেব, মৌলভীবাজার

প্রকাশিত: ২০:৫১, ২৭ নভেম্বর ২০২১
আপডেট: ২১:০৭, ২৭ নভেম্বর ২০২১

উৎসব আর শঙ্কায় শ্রীমঙ্গল পৌর নির্বাচন

শ্রীমঙ্গল পৌরসভার গেইট, ইনসেটে দুই মেয়রপ্রার্থী; ডানদিকে নির্বাচনী সহিংসতায় আহত আওয়ামী লীগ নেতা।

শ্রীমঙ্গল পৌরসভার গেইট, ইনসেটে দুই মেয়রপ্রার্থী; ডানদিকে নির্বাচনী সহিংসতায় আহত আওয়ামী লীগ নেতা।

দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হচ্ছে মৌলভীবাজারের পর্যটন নগরী শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন। ভোটযুদ্ধের আর মাত্র কয়েকঘন্টা বাকি। নির্বাচনের শেষ মুহুর্তে এসে ঘটছে সহিংসতা। আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন রাহিদসহ আহত হয়েছেন ৭ থেকে ৮ জন। দুই মেয়র প্রার্থী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিয়ে জনগণ ও প্রার্থীদের মধ্যে তৈরি হয়েছে শঙ্কা। সহিংসতা ঠেকাতে মাঠে তৎপর রয়েছে পুলিশ, র‍্যাবসহ আইশৃঙ্খলাবাহিনী।

২০১০ সালের পর রোববার (২৮ নভেম্বর) শ্রীমঙ্গলে পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইনি জটিলতা থাকায় দীর্ঘ ১০ বছর নির্বাচন হয়নি।  

সহিংসতায় গুরুতর আহত আওয়ামী লীগ নেতা

আর কয়েকঘন্টা পরে শুরু হবে শ্রীমঙ্গল পৌরসভার ভোটযুদ্ধ। তবে নির্বাচনের আগ মুহুর্তে এসে ঘটছে সহিংসতা। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে সহিংসতায় আহত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদ। মারাত্মক আহত রাহিদকে প্রথমে শ্রীমঙ্গলে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের কোনো হাসপাতাল রাখেনি। তিনি এখন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রাহিদ ছাড়াও আনোয়ার হোসেন তামীমসহ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। 

সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তাঁরা শ্রীমঙ্গলে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চান না। এ ঘটনায় শুক্রবার (২৬ নভেম্বর) সংবাদ সম্মেলন ডেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহসিন মিয়া মধু ও তাঁর সমর্থকদের দায়ী করেছেন আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ মনসুরুল হক।

দুপক্ষের সহিংসতায় আহত আওয়ামী লীগ নেতা।

সহিংসতার ঘটনায় গুরুতর আহত আওয়ামী লীগ কর্মী দেলোয়ার হোসেন রাহিদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের হয়। 

পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সহিংসতার পর দুই মেয়র প্রার্থী শুক্রবার (২৬ নভেম্বর) পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। 

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক তাঁর গুহ রোডের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাসপাতালে ভর্তি নেতাকর্মীদের ভিডিও ফুটেজ ও ছবি সাংবাদিকদের দেখান। দুইকর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান শ্রীমঙ্গলের আওয়ামী লীগ নেতৃবৃন্দ। 

সৈয়দ মনসুরুল হক সংবাদ মাধ্যমকে বলেন, ‘বিএনপি নেতা ও স্বতন্ত্র মেয়র প্রার্থী মহসিন মিয়া মধু ইভিএমে ভোট হবে জেনে তাঁর লম্বা হাত ছোট হয়ে গেছে। ইভিএমের ভোটে কারচুপি হবে না জেনে তিনি উল্টাপাল্টা অভিযোগ করছেন।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ মনোনীত শ্রীমঙ্গলের মেয়র পদপ্রার্থী সৈয়দ মনসুরুরল হক (বামে), স্বতন্ত্র মেয়রপ্রার্থী ও বর্তমান মেয়র মহসিন মিয়া মধু।

অপরদিকে পৌর নির্বাচনকে কেন্দ্র করে নানা অভিযোগ এনে শুক্রবার (২৬ নভেম্বর) বেলা ২টার পর স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র বিএনপি নেতা মহসিন মিয়া মধু তাঁর নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন। মহসীন মিয়া মধু সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন, ‘জনমনে ভীতি ছড়ানোর জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী অপকৌশল গ্রহণ করেছেন। তিনি ভোটের পরিবেশ পরিস্থিতি ধ্বংস করেছেন। অবাধ, সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনে বড় বাধা এখন প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী।’ 

তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে তাঁর বাসায় কোনও উষ্কানি ছাড়াই হামলা হয়। এজন্য তিনি আওয়ামী লীগের একটি অংশকে দায়ি করে বলেন, প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীর মদদে আমার বাসভবনে সন্ত্রাসী কায়দায় হামলা করে ভাঙচুর করা হয়।’ 

মহসিন মিয়া মধু তাঁর ছেলে-ভাতিজাসহ তিন থেকে চারজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন। তবে কোন প্রমাণ দেখাননি। 

নাগরিক বঞ্চনা নিয়েই ১০ বছর পর শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচন

পর্যটন নগরী ও চায়ের রাজধানী শ্রীমঙ্গল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শহর। তবে বিগত টানা ১০ বছর শ্রীমঙ্গলের উন্নয়নে তেমন কোনো উদ্যোগ চোখে পড়ে না। কলেজ রোডের ময়লার ভাগাড় আর দুর্গন্ধ শ্রীমঙ্গলবাসীর জীবনযাপন নাভিশ্বাস এনেছে। পাশের শ্রীমঙ্গল সরকারি কলেজ ও দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজসহ আবাসিক এলাকার মানুষজন অতিষ্ঠ হয়ে উঠেছেন। 

প্রতিদিন তীব্র যানজট, ফুটপাথ বেদখল, ময়লার ভাগাড় না সরানো, ভাঙাচোড়া ও খানাখন্দে ভরা সড়ক বর্তমান মেয়রের ব্যর্থতা বলে মনে করছেন শ্রীমঙ্গলবাসী। শ্রীমঙ্গল শহরের বিভিন্ন প্রান্তের মানুষের সাথে আলাপাকালে মেয়র মহসিন মিয়া মধুর প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে আরও বিস্তারিত...

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে সহিংস ঘটনার পর শ্রীমঙ্গল শহরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। টহলে রয়েছে র‍্যাব ও বিজিবি। 

এদিকে শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড  অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার শহীদ হোসেন, অফিসার ইনচার্জ শামীম তালুকদার, ডিআইও-১ মো. তাহের, ইন্সপেক্টর তদন্ত জসিম উদ্দিন, ইন্সপেক্টর অপারেশন নয়ন কারকুনসহ নির্বাচনের ডিউটিতে নিয়োজিত ১৬৭ জন ফোর্স অফিসার ও মোতায়েনকৃত আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন। শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করেত গুরুত্বারোপ করে একে একে বক্তাগণ বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য রোববার (২৮ নভেম্বর) শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচন। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। ৯টি ওয়ার্ডে মেয়র প্রার্থী তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত তিনটি ওয়ার্ডে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৯৪ জন। মোট ভোট কেন্দ্র ১১টি। এর আগে সর্বশেষ ২০১১ সালের ১৮ জানুয়ারি এই পৌরসভায় নির্বাচন হয়।

আগামী ২৮ নভেম্বর মোট ১১টি কেন্দ্রে শ্রীমঙ্গল পৌর নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শ্রীমঙ্গল পৌর নির্বাচন এ চেয়ারম্যান পদে ৩ জন এবং  সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রাথী প্রতিদ্বন্দীতা করছেন।

আইনিউজ/বিষ্ণু দেব/এসডি

আইনিউজ ভিডিও

শ্রীমঙ্গলে নির্বাচনী সহিংসতায় জীবন-মৃত্যুর সাথে লড়াই করছেন আওয়ামী লীগ নেতা

 

শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মধু মিয়াকে একহাত নিলেন ব্যারিস্টার সুমন

মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ

প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

বাংলাদেশের সংস্কৃতি-উৎসবে মুগ্ধ বিদেশিনী

পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়