Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১১:২৭, ২৮ নভেম্বর ২০২১
আপডেট: ১১:৫১, ২৮ নভেম্বর ২০২১

মৌলভীবাজারের কুলাউড়া ও বড়লেখায় চলছে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন

বড়লেখায় শান্তিপূর্ণ নির্বাচনে নারীদের উপস্থিতি বেশি। ছবি- এ জে লাভলু।

বড়লেখায় শান্তিপূর্ণ নির্বাচনে নারীদের উপস্থিতি বেশি। ছবি- এ জে লাভলু।

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়নে ও বড়লেখা উপজেলার ১০ টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়েছে এ ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণ ভোটগ্রহণ পরিচালনায় রয়েছে আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতা।

বড়লেখা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের মধ্যে সদর ইউপিতে ইভিএমের (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে ভোটগ্রহণ চলছে। 

কুলাউড়ায় ১৩টি ইউনিয়নের ১৩০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ না হলেও সবকটি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এজন্য ইউনিয়ন পরিষদের নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে ১০ জন জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। এছাড়াও ৩ প্লাটুন বর্ডার গার্ড,  র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন, অতিরিক্ত পুলিশ ও এপিপিএনের সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা মাঠে রয়েছেন।

কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৬জন, নারী ইউপি সদস্য পদে ১৬১ জন, সাধারণ ইউপি সদস্য পদে ৪৮৩ জন ভোটের মাঠে প্রতিদ্বন্দীতা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়ায় বিগত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী ৪ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে এবার ২জন নৌকা নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন। নৌকা বঞ্চিত এক বর্তমান চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৩ জন বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। অপরদিকে বিএনপি এবার নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে ৮ জন বিএনপি নেতা প্রতিদ্বন্দীতা করছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সিলেট ও মৌলভীবাজার পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ কুলাউড়ায় মোতায়েন করা হয়েছে। পাশাপাশি  র‍্যাব, বিজিবি ও এপিপিএনের সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা মাঠে থাকবেন।

কুলাউড়া উপজেলার বরমচাল, ভুগশিমইল, ভাটেরা, জয়চন্ডি, ব্রাক্ষ্মণবাজার, কাদিপুর, কুলাউড়া, রাউতগাঁও, টিলাগাঁও, হাজিপুর, শরিফপুর, পৃথিমপাশা, কর্মধা ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

এদিকে বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান সকাল ১০টায় জানান, শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার বাহিনীর সদস্যরা কাজ করছে। পাশাপাশি তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন।

সকাল থেকে বড়লেখার বাঘাডহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, গল্লাসাঙ্গন দাখিল মাদ্রাসা কেন্দ্র, নিজবাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এসব কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশি।

বড়লেখা উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯০ জন ও সাধারণ সদস্য পদে ৩৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরমধ্যে উপজেলার ৮টি ইউপিতে আওয়ামী লীগের ১৫ জন নেতা বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তন্মধ্যে চারটি ইউপিতে দুজন করে ৮ জন, তিনটিতে একজন করে ৩ জন এবং একটিতে ৪ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এছাড়া স্বতন্ত্রের মোড়কে বিএনপির ৫ জন ও জামায়াতের ১ জন প্রার্থী মাঠে রয়েছেন। তবে ৮ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীদের তীব্র লড়াই হবে বলে সবাই ধারণা করছেন।

বড়লেখা উপজেলার বর্ণি, দাশেরবাজার, নিজবাহাদুরপুর, উত্তর শাহবাজারপুর, দক্ষিণ শাহবাজপুর, বড়লেখা, তালিমপুর, দক্ষিণভাগ উত্তর, সুজানগর, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

আইনিউজ/এসডি

আইনিউজে মৌলভীবাজারের বিভিন্ন ভিডিও খবর

শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন : ভোটকেন্দ্রে নারীদের উপস্থিতি বেশি

মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ

মৌলভীবাজারের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়