এস আলম সুমন, কুলাউড়া প্রতিনিধি
আপডেট: ১৫:০৩, ২৮ নভেম্বর ২০২১
‘ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোট দেই, পরে খোঁজ নেয় না কেউ’

কুলাউড়ায় ভোটের লাইনে নারীদের ভিড়, রয়েছেন আদিবাসীরাও। ছবি- এস আলম সুমন।
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়নে চলছে ভোটগ্রহণ। ভোটারদের মধ্যে রয়েছেন স্থানীয় আদিবাসী- ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণও। ভোটের সময় লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ভোট দিয়েও পরে আর মেম্বার-চেয়ারম্যানদের দেখা মেলে না, কেউ খোঁজ নেয় না - এমন অভিযোগ আদিবাসীদের।
রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়েছে এ ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণ ভোটগ্রহণ পরিচালনায় রয়েছে আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতা।
কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে ভোটারদের মধ্যে রয়েছেন আদিবাসীরা। কর্মধার রাঙ্গীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার ষাটোর্ধ্ব সুদর্শন রবিদাস, মোহিনী ভুমিজ, আনিকা পাশী, রিয়ানা খংলা, জয়ন্ত পাশীসহ একাধিক চা শ্রমিক ও নৃতাত্বিক গোষ্ঠীর ভোটাররা আইনিউজকে বলেন,
‘ভোট আসলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোট দেই। জয়ী হলে চেয়ারম্যান-মেম্বারদের পেতেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়। এটা যদি চেয়ারম্যান মেম্বাররা যদি বুঝতেন। লাইনে দাঁড়িয়ে ভোট দিলেও আমাদের কোন লাভ হয়না। কাজ না পেলে কেউ খোঁজ নেয়না।’
ভোটকেন্দ্রে যাওয়ার পথে আদিবাসীদের ওপর হামলা
এদিকে কুলাউড়ার কর্মধা ইউনিয়নে ভোট দিতে যাওয়ার পথে আদিবাসীদের ওপর হামলা হয়েছে বলেও জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরবেলাতেই বেলকুমা পুঞ্জির প্যাট্রিক খংলা এবং লই খংলাকে সকাল আনুমানিক পৌনে ৮টার দিকে বেলকুমা পুঞ্জি থেকে ভোটকেন্দ্রে যাওয়ার পথে পুঞ্জির কাছেই ফুলতলি নামক স্থানে মুখোশধারী সন্ত্রাসীরা আক্রমণ করে এলোপাথারি মারধর করে। এসময় পেছনে থাকা নারীদেরকেও ধাওয়া দিয়ে পুঞ্জিতে ফেরত পাঠানোর চেষ্টা করে।
আদিবাসী নেতারা জানান, গতকাল থেকেই তাঁরা আশঙ্কা করছিলেন, তাদেরকে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে বাঁধা দেয়া হবে। যদিও আদিবাসীরা সংঘটিতভাবে ভোটকেন্দ্রে যাচ্ছেন।
খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক সাজু মারছিয়াং বলেন, আদিবাসীরা সংঘবদ্ধভাবে ভোটকেন্দ্রে ভোট দিতে যাচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে উপজেলা প্রশাসন কুলাউড়ার সহযোগীতা কামনা করছি। এ বিষয়ে আরও বিস্তারিত...
নারী ভোটারদের সংখ্যা বেশি
সকাল সাড়ে ১০টা পর্যন্ত উপজেলা কুলাউড়া সদর রাউৎগাও, কাদিপুর ইউপির ১২ টি কেন্দ্রে ঘুরে জানা যায়, সকাল থেকে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। প্রতিটি কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশ লক্ষণীয়। কুলাউড়া সদর ইউনিয়নের করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা হালিমা বেগম, রোকসানা আক্তার বলেন, ভোটের পরিবেশ সুন্দর। তবে ভোট গ্রহণে কিছুটা বিলম্ব হচ্ছে। দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছি। এখনো আরো ঘণ্টাখানেক সময় লাগবে।
এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রহমত আলী বলেন, এখানে ১২৯৩টি ভোট রয়েছে। সকাল দশটা পর্যন্ত ৩০০ টি ভোট কাস্ট হয়েছে।
- আরও পড়ুন- বড়লেখায় ব্যালট কেড়ে নিয়ে নৌকায় সিল!
হোসেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নারী ভোটার জাহানারা বেগম, রেহানা ও জয়নুব বেগম বলেন, সকাল সাড়ে ৮ টায় এসেছি। মনে করেছিলাম তাড়াতাড়ি ভোট দিয়ে বাড়ি চলে যাবো কিন্ত এখনো লাইনে দাঁড়িয়ে আছি।
আইনিউজ/এসডি
আইনিউজে মৌলভীবাজারের বিভিন্ন ভিডিও খবর
১০ বছর পর শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন, নাগরিকদের স্বস্তি। তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী
শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন : ভোটকেন্দ্রে নারীদের উপস্থিতি বেশি
মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ
মৌলভীবাজারের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’