Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

এস আলম সুমন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৫, ২৮ নভেম্বর ২০২১

কুলাউড়ার বরমচালে ব্যালট ছিনতাই ও নৌকায় সিলমারা ব্যালট উদ্ধার

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়নে চলছে ভোটগ্রহণ। এর মধ্যে বরমচাল ইউনিয়নে নৌকা মার্কায় সিল মারা ব্যালট পেপার পাওয়া গেছে। এ ঘটনায় আধঘণ্টা বন্ধ ছিলো ভোটগ্রহণ।

জানা যায়, রোববার (২৮ নভেম্বর) মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে ইউপি নির্বাচনে নৌকার সীলমারা ব্যালট পেপার পাওয়ার ঘটনায় ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় দুই প্রার্থীর সমর্থকদের উত্তজনাকে কেন্দ্র করে দুটি কেন্দ্রে আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিলো।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে বরমচাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই এবং বরমচাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রের বাইরে নৌকার সীলমারা প্রায় ৪০ টি ব্যালট পেপার পাওয়া যায়।

আওয়ামী লীগের প্রার্থী আবুল হোসেন খসরুর নৌকার সীলমারা ব্যালট পেপার পাওয়া যায় বরমচাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে। এদিকে স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম খান সুইটের সমর্থকরা নন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট পেপার নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে তাৎক্ষণিক ভোটগ্রহণ বন্ধ করে দেন কর্তৃপক্ষ। স্ট্রাইকিং ফোর্স, র‍্যাব, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে জানতে আওয়ামী লীগের প্রার্থী আবুল হোসেন খসরু ও স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম খান সুইটের মোবাইলে দুপুর দেড়টা থেকে দুইটা পর্যন্ত একাধিকবার কল দিলেও তাঁরা ফোনকল রিসিভ করেন নি।

নির্বাচনে ওই এলাকায় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার বলেন, কেন্দ্রের বাইরে থাকা প্রার্থীদের সমর্থকরা উত্তেজনা সৃষ্টি করলে কিছু সময় ভোট বন্ধ থাকে। তবে ভোটাররা কেন্দ্রের ভিতরে অবস্থান নেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নৌকার সিলমারা ব্যালট পেপারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এ ব্যাপারে কিছু জানিনা। যারা ব্যালট পেপার পেয়েছে তারাই ভালো বলতে পারবে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিলে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দ্বায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার বলেন, প্রার্থীর সমর্থকদের উত্তেজনায় ২ টি কেন্দ্রে ভোট বন্ধ রাখা হয়। সাড়ে ১২ টার পর থেকে আবার ভোট গ্রহণ শুরু হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সিলমারা ব্যালট ও ব্যালট ছিনতাইয়ের ব্যাপারে কিছুই জানিনা। আমাদের ব্যালট পেপার সব ঠিক আছে।

আইনিউজ/এস আলম সুমন/এসডি

আইনিউজে দেখুন এ সংক্রান্ত আরও ভিডিও-

শ্রীমঙ্গল পৌর নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীর কি মায়া, ভেতরে কি যে আছে কে জানে

১০ বছর পর শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন, নাগরিকদের স্বস্তি। তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন : ভোটকেন্দ্রে নারীদের উপস্থিতি বেশি

শ্রীমঙ্গলে নির্বাচনী সহিংসতায় জীবন-মৃত্যুর সাথে লড়াই করছেন আওয়ামী লীগ নেতা

শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মধু মিয়াকে একহাত নিলেন ব্যারিস্টার সুমন

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়