কুলাউড়া প্রতিনিধি
আপডেট: ২২:৪৪, ২৮ নভেম্বর ২০২১
কুলাউড়ায় ইউপি নির্বাচনের ফলাফল : বিজয়ী প্রার্থীদের তালিকা

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আজ রোববার (২৮ নভেম্বর) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ভোটগ্রহণ। এ নির্বাচনে ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রতি আর প্রতিদ্বন্দী প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে প্রচার-প্রচারণা চালিয়েছেন চেয়ারম্যান পদের ৫৬ জন প্রার্থীসহ সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা। এবার শেষ হচ্ছে এসব জল্পনা-কল্পনা, ভোটগণনা শেষ। জেনে নেওয়া যাক কুলাউড়া ইউপি নির্বাচনের ফলাফল-
কুলাউড়া উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিজয়ী প্রার্থীরা হলেন-
- ১ নং বরমচাল ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী খুরশেদ আহমেদ খাঁন সুইট
- ২ নং ভূকশিমইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আজিজুর রহমান মনির,
- ৩ নং ভাটেরা ইউনিয়নে আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একেএম নজরুল,
- ৪ নং জয়চন্ডী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. আব্দুর রব মাহাবুব,
- ৫ নং ব্রাক্ষণবাজার ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. মমদুদ হোসেন,
- ৬ নং কাদিপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জাফর আহমেদ গিলমান,
- ৭ নং কুলাউড়া সদর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মোছাদ্দিক আহমেদ নোমান,
- ৮ নং রাউৎগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. আকবর আলী সোহাগ,
- ৯ নং টিলাগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মালিক,
- ১০ নং হাজিপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মাওলানা আব্দুল ওয়াদুদ বক্স,
- ১১ নং শরীফপুর ইউনিয়নে সতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমান খলিল,
- ১২ নং পৃথিমপাশা ইউনিয়নে সতন্ত্র প্রার্থী জিমিউর রহমান চৌধুরী ফুল,
- ১৩ নং কর্মদা ইউনিয়নে সতন্ত্র প্রার্থী মুহিবুল ইসলাম আজাদ।
বরমচালে ব্যালট ছিনতাই ও নৌকায় সিলমারা ব্যালট
বরমচাল ইউনিয়নে নৌকা মার্কায় সিল মারা ব্যালট পেপার পাওয়া গেছে। এ ঘটনায় আধঘণ্টা বন্ধ ছিলো ভোটগ্রহণ।
জানা যায়, রোববার (২৮ নভেম্বর) মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে ইউপি নির্বাচনে নৌকার সীলমারা ব্যালট পেপার পাওয়ার ঘটনায় ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় দুই প্রার্থীর সমর্থকদের উত্তজনাকে কেন্দ্র করে দুটি কেন্দ্রে আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিলো।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে বরমচাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই এবং বরমচাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রের বাইরে নৌকার সীলমারা প্রায় ৪০ টি ব্যালট পেপার পাওয়া যায়। এ বিষয়ে বিস্তারিত...
ভোটকেন্দ্রে যাওয়ার পথে আদিবাসীদের ওপর হামলা
এদিকে কুলাউড়ার কর্মধা ইউনিয়নে ভোট দিতে যাওয়ার পথে আদিবাসীদের ওপর হামলা হয়েছে বলেও জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরবেলাতেই বেলকুমা পুঞ্জির প্যাট্রিক খংলা এবং লই খংলাকে সকাল আনুমানিক পৌনে ৮টার দিকে বেলকুমা পুঞ্জি থেকে ভোটকেন্দ্রে যাওয়ার পথে পুঞ্জির কাছেই ফুলতলি নামক স্থানে মুখোশধারী সন্ত্রাসীরা আক্রমণ করে এলোপাথারি মারধর করে। এসময় পেছনে থাকা নারীদেরকেও ধাওয়া দিয়ে পুঞ্জিতে ফেরত পাঠানোর চেষ্টা করে।
আদিবাসী নেতারা জানান, গতকাল থেকেই তাঁরা আশঙ্কা করছিলেন, তাদেরকে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে বাঁধা দেয়া হবে। যদিও আদিবাসীরা সংঘটিতভাবে ভোটকেন্দ্রে যাচ্ছেন।
খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক সাজু মারছিয়াং বলেন, আদিবাসীরা সংঘবদ্ধভাবে ভোটকেন্দ্রে ভোট দিতে যাচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে উপজেলা প্রশাসন কুলাউড়ার সহযোগীতা কামনা করছি। এ বিষয়ে আরও বিস্তারিত...
এদিকে কুলাউড়ার ভোটারদের মধ্যে রয়েছেন স্থানীয় আদিবাসী- ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণও। ভোটের সময় লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ভোট দিয়েও পরে আর মেম্বার-চেয়ারম্যানদের দেখা মেলে না, কেউ খোঁজ নেয় না - এমন অভিযোগ আদিবাসীদের। এ বিষয়ে আরও বিস্তারিত...
আইনিউজ/এসডি
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’