বিষ্ণু দেব, মৌলভীবাজার
আপডেট: ২২:১৮, ২৯ নভেম্বর ২০২১
মৌলভীবাজারের ২ উপজেলায় ১১ ইউনিয়নে নৌকাডুবি

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের দুই উপজেলায় ২৩ টি ইউনিয়নের মধ্যে ১১ টিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা ডুবেছে। এর মধ্যে ৭ টি ইউনিয়নেই বিদ্রোহীদের কাছে হেরেছেন আওয়ামী লীগ প্রার্থীরা। বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জিতেছেন ২ ইউনিয়নে এবং দলীয় পরিচয়ের বাইরে স্বতন্ত্র প্রার্থী জিতেছেন আরও দুইটি ইউনিয়নে।
রোববার (২৮ নভেম্বর) মৌলভীবাজারের বড়লেখা ও কুলাউড়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়ন নির্বাচন ও বড়লেখার ১০ টি ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়।
কুলাউড়া
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ৭ জন, ৪ জন আওয়ামী লীগের বিদ্রোহী ও ২ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
- ব্রাহ্মণবাজারে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের মমদুদ হোসেন ৮,৬৪৫ ভোট পেয়ে বিজয়ী হোন। তাঁর নিকটতম প্রতিদন্ধী স্বতন্ত্র প্রার্থী খান ময়নুল হোসেন ৪,৫৮২ ভোট পেয়েছেন।
- জয়চন্ডীতে আওয়ামী লীগের মো. আব্দুর রব মাহাবুব ৯,৫৬৬ ভোট পেয়ে বিজয়ী হোন।তাঁর নিকটতম প্রতিদন্ধী টানা তিনবারের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী কমর উদ্দিন আহমদ কমরু ৬,৪৬২ ভোট পেয়েছেন।
- কাদিপুরে আওয়ামী লীগের জাফর আহমদ গিলমান ৭,১৩৪ ভোট পেয়ে বিজয়ী হোন। তাঁর নিকটতম প্রতিদন্ধী স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান ছালাম ৩,০৪৮ ভোট পেয়েছেন।
- টিলাগাঁওয়ে আওয়ামী লীগের মো. আব্দুল মালিক ১০,৩৬৮ ভোট পেয়ে বিজয়ী হোন। তাঁর নিকটতম প্রতিদন্ধী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালিক ৬,১১৯ ভোট পেয়েছেন।
- হাজীপুরে আওয়ামী লীগের ওয়াদুদ বক্স ৬,৬৩০ ভোট পেয়ে বিজয়ী হোন। তাঁর নিকটতম প্রতিদন্ধী স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ আলী ৪,৪৪৪ ভোট পেয়েছেন।
- রাউৎগাঁওয়ে আওয়ামী লীগের মো. আকবর আলী ৪,৭২৩ ভোট পেয়ে বিজয়ী হোন। তাঁর নিকটতম প্রতিদন্ধী স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল জলিল জামাল ৩,৫৯১ ভোট পেয়েছন।
- কুলাউড়া সদরে আওয়ামী লীগের মোছাদ্দিক আহমদ নোমান ৩,১১৮ ভোট পেয়ে বিজয়ী হোন। তাঁর নিকটতম প্রতিদন্ধী স্বতন্ত্র প্রার্থী নার্গিস আক্তার বুবলী ২,৯৮৯ ভোট পেয়েছেন।
- ভাটেরায় বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) সৈয়দ একেএম নজরুল ইসলাম ৩,৪৮৮ ভোট পেয়ে বিজয়ী হোন। তাঁর নিকটতম প্রতিদন্ধী আওয়ামী লীগের প্রার্থী জুবায়ের সিদ্দিকী ২,৭৭৯ ভোট পেয়েছেন।
- ভূকশিমইলে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান ৬,৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হোন। তাঁর নিকটতম প্রতিদন্ধী আওয়ামী লীগের প্রার্থী মো. মইনুল ইসলাম সোহাগ ৫,৫০৮ ভোট পেয়েছেন।
- বরমচালে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) খোরশেদ আহমদ খান ৬,৪৩৫ ভোট পেয়ে বিজয়ী হোন। তাঁর নিকটতম প্রতিদন্ধী আওয়ামী লীগের প্রার্থী আবুল হোসেন খসরু ২৯৩১ ভোট পেয়েছেন।
- কর্মধায় আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মো. মুহিবুল ইসলাম আজাদ (স্বতন্ত্র) ১১,১২৪ ভোট পেয়ে বিজয়ী হোন। তাঁর নিকটতম প্রতিদন্ধী আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুর রহমান ৪,২৪৯ ভোট পেয়েছেন।
- শরীফপুরে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মো. খলিলুর রহমান ৫,৬৭৩ ভোট পেয়ে বিজয়ী হোন।তাঁর নিকটতম প্রতিদন্ধী মোহাম্মদ আওয়ামী লীগের প্রার্থী চিনু মিয়া ২,৯৬০ ভোট পেয়েছেন।
- পৃথিমপাশায় স্বতন্ত্র প্রার্থী এম জিমিউর রহমান চৌধুরী ৬,৬৭১ ভোট পেয়ে বিজয়ী হোন। তাঁর নিকটতম প্রতিদন্ধী স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল লতিফ (স্বতন্ত্র) ৪,০৬০ ভোট পেয়েছেন।
বড়লেখা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দশটি ইউনিয়ন পরিষদের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন। বাকি পাঁচটির মধ্যে তিনটিতে বিদ্রোহী প্রার্থী, দুটিতে (একটি বিএনপি) স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
- বর্ণি ইউপিতে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী জয়নাল আবেদীন আনারস প্রতীকে ৩৬৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শামীম আহমদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৮৩৮ ভোট।
- দাসেরবাজার ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী স্বপন কুমার চক্রবর্তী আনারস প্রতীকে ৩৬৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী জিয়াউর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৩২৭১ ভোট।
- নিজবাহাদুরপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ময়নুল হক নৌকা প্রতীকে ৫৭৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী আলাল উদ্দিন আনারস প্রতীকে পেয়েছেন ৫৩৪২ ভোট। উত্তর শাহবাজপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী রফিক উদ্দিন নৌকা প্রতীকে ৫২৩০ ভোট পেয়ে নির্বাচিকুলাউড়া (আওয়ামীলীগ ৭, লীগ বিদ্রোহী ৪ জন, বিএনপি ১, স্বতন্ত্র ১)
- উত্তর শাহবাজপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী রফিক উদ্দিন নৌকা প্রতীকে ৫২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আতাউর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৫১৮২ ভোট।
- দক্ষিণ শাহবাজপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী নাহিদ আহমদ বাবলু নৌকা প্রতীকে ৫৬৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী আব্দুল কুদ্দুছ স্বপন আনারস প্রতীকে পেয়েছেন ৪৫১০ ভোট।
- বড়লেখা সদর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ছালেহ আহমদ জুয়েল নৌকা প্রতীকে ৭৬৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সিরাজ উদ্দিন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৫১৫ ভোট।
- তালিমপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী এখলাছুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৪৮৭১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বিদ্যুৎ কান্তি দাস নৌকা প্রতীকে পেয়েছেন ৩৪৯১ ভোট।
- দক্ষিণভাগ উত্তর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী এনাম উদ্দিন নৌকা প্রতীকে ৩২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জবরুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ১৯০২ ভোট।
- সুজানগর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বদরুল ইসলাম আনারস প্রতীকে ৪৭৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সাহেদুল মজিদ নিকু নৌকা প্রতীকে পেয়েছেন ৪৫০৭ ভোট।
- দক্ষিণভাগ দক্ষিণ ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আজির উদ্দিন ঘোড়া প্রতীকে ৯৮৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সুলতানা কোহিনূর সারোয়ারি নৌকা প্রতীকে পেয়েছেন ৬৪৫৮ ভোট।
আইনিউজ/এসডি
আরও পড়ুন-
- মৌলভীবাজার সদর ইউপি নির্বাচন: ৪ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল
- কামারচাকে চতুর্থবার নৌকার প্রার্থী বদল, সেলিমের প্রার্থীতা বাতিল
- শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার বিজয়ী মহসীন মিয়া মধু
- বড়লেখায় ইউপি নির্বাচনের ফলাফল : ৫ নৌকা, ৩ বিদ্রোহী, ২ স্বতন্ত্র
দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই
শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু
মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ
পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা
বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’