Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

রনজিৎ জনি, মৌলভীবাজার

প্রকাশিত: ২১:৪১, ৯ ডিসেম্বর ২০২১

মৌলভীবাজার ‘নারীর প্রতি সহিংসতা: সমাধানে ১৬ দিনের প্রচারাভিযান’

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘নারীর প্রতি সহিংসতা: সমাধানে ১৬ দিনের প্রচারাভিযান' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় 'চা বাগানে নারীর সুরক্ষায় জীবন দক্ষতা সহায়িকা' গ্রন্থের মোড়ক মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে চা কিশোরী কন্যারা ‘চায়ের পাতায় জীবন কাটাই, সারা দিনে কাজ করে পাই একশ’ বিশ টাকাই’ কথার সূরে নেচে গেয়ে  তাদের দুঃখগাথা তুলে ধরে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) উপজেলার উত্তরসুর এলাকার ব্র্যাক লার্নিং সেন্টারে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) এর আয়োজনে আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথিতযশা কথাসাহিত্যিক ও গবেষক সেলিনা হোসেন। সেড পরিচালক ফিলিপ গাইনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কানাডীয় হাইকমিশনের প্রতিনিধি (রাজনৈতিক) রায়া ইয়ামপলস্কি, কানাডীয় হাইকমিশনের রাজনৈতিক ও অর্থনৈতিক উপদেষ্টা সৈয়দ সাহনেওয়াজ মোহসীন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাহী উপদেষ্টা ও কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত প্রমুখ।

এ সময় চা নারী শ্রমিকদের উপর সহিংসতা প্রতি বৈষম্য, শিক্ষা, যৌন প্রজনন, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, জমির অধিকার, সমাজে ও শ্রমিক ইউনিয়নে প্রতিনিধিত্ব ও সমান অংশগ্রহণের প্রতি জোর দেন।

বক্তারা বলেন, ‘১শ’২০ টাকা হাজিরায় চা বাগানে সারাদিন খাঁটুনি খেঁটেও নারী চা শ্রমিকদের মনে কোন সুখ নেই। চা বাগানের সৌন্দর্য দেখতে দেশ বিদেশ থেকে মানুষ আসে। চা বাগান দেখে তারা মুগ্ধ হয়। কিন্তু যারা চা শ্রমিক তারা বছরের পর বছর চা বাগানে থাকি-কাজ করে কিন্তু তার সৌন্দর্য কখনও চোখ স্পর্শ করে না। প্রতিদিন ২-৪ মাইল পথ হেটেঁ চা বাগানে কাজ করে সন্ধ্যায় ক্লান্ত শরীরে মাথায় জ¦ালানি কাঠের বোঝা বয়ে ঘরে ফিরেও মুক্তি নেই। গোসল করা, খাবার যোগার, রান্না করার পর আবার পরিবারের সদস্যদের সেবা করতে করতে হয়। সম্মান আর স্বীকৃতি কোনটাই মেলে না। সব নারীদের স্বাদ আল্লাদ থাকলেও চা নারী শ্রমিকদের নেই। কাজ শেষে বাড়ি ফিরে একটু মেকআপ করার ইচ্ছে আমাদের কখনই পূরণ হয় না। উল্টো এদিক সেদিক হলে স্বামীদের হাতে মার খেতে হয়।’

সংলাপে বক্তারা চা নারী শ্রমিকদের উপর সহিংসতা প্রতি বৈষম্য, শিক্ষা, যৌন প্রজনন, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, জমির অধিকার, সমাজে ও শ্রমিক ইউনিয়নে প্রতিনিধিত্ব ও সমান অংশগ্রহনের প্রতি জোর দেন।

আইনিউজ/এসডি

দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু

মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ

পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা

বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়