মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ০০:২১, ১৪ ডিসেম্বর ২০২১
মায়ের কাছে ১০০০ টাকা পাওনার জন্য শিশুপুত্রকে হত্যা

আব্দুল হাসিম মাহিম
শিশুটির মায়ের কাছে এক হাজার টাকা পাওনা ছিলো সাব্বির বক্সের। সে টাকা আদায় করতে না পেরে ক্রোধে সেই মায়ের আট বছর বয়সী ছেলেকেই মেরে নদীতে ভাসিয়ে দেয় সাব্বির বক্স (১৯)।
খবর পেয়ে ঘটনা তদন্তে নামে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ, কয়েক ঘন্টার মধ্যেই রহস্য উদঘাট করতে সক্ষম হয়।
- আই নিউজ-এর খবর : মনু নদীতে শিশুর লাশ
রোববার (১২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মনু নদীর পূর্ব সম্পাশি এলাকায় ভাসমান অবস্থায় একটি শিশুর লাশ দেখতে পান এলাকাবাসী।
শিশুটি আগের দিন থেকে নিখোঁজ ছিল। সে রাজনগর উপজেলার খারপাড়া গ্রামের বদরুল ইসলামের ছেলে। শিশুটি তার মায়ের সাথে চাঁদনীঘাট ইউনিয়নের পূর্ব সম্পাশি গ্রামে নানার বাড়িতে বসবাস করত।
সদর মডেল থানা পুলিশের অভিযান
নিহত শিশুর বাবা বদরুল ইসলাম ও মা কুলছুম বেগম (৩০) রোববার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার সদর থানায় যান। তারা পুলিশকে জানান যে, তাদের আট বছরের শিশুপুত্র আব্দুল হাসিম মাহিম (৮) শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার থেকে নিখোঁজ। সে বাড়ির পাশের খেলার মাঠ থেকে নিখোঁজ হয়।
সংবাদটি থানা পুলিশকে অবগত করাকালীন তাৎক্ষণিক মোবাইল ফোনের মাধ্যমে বদরুল ইসলাম জানতে পারেন আখাইলকুড়া ইউনিয়নের সম্পাসী গ্রামের অভিলাশ দে-এর বাড়ীর সামনে মনু নদীর পূর্ব পাড়ের কিনারায় বস্তাবন্দি অবস্থায় একটি শিশুর মৃত দেহ পাওয়া গেছে। তাৎক্ষনিকভাবে বিষয়টি পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোহাম্মদ জিয়াউর রহমানকে বিষয়টি অবহিত করা হয়। পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জিয়াউর রহমান-এর নেতৃত্বে বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ টিম ঘটনাস্থলে যায়। অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তুজা, বিট অফিসার এসআই মো. আবু নাইয়ুম মিয়া ও সঙ্গীয় অফিসার ঘটনাস্থলে যান।
সেখানে একটি শিশুর বস্তাবন্দি মৃতদেহ দেখতে পান এবং উদ্ধার করা হয়। মৃতদেহটি নিখোঁজ ছেলের বলে সনাক্ত করেন বদরুল ইসলাম। তখন মৃত দেহটি উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। একই সাথে অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) একদল চৌকশ পুলিশ টিম এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত সন্দেহে সাব্বির বক্স (১৯), পিতা-আবুল বক্স, সাং-সম্পাসী, ০৭ নং চাঁদনীঘাট ইউপি, থানা ও জেলা-মৌলভীবাজারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। তাদেরকে ব্যাপক নিবিড় ও কৌশলগতভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।
গলায় রশি পেচিয়ে হত্যা
পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটক সাব্বির নিজেই আব্দুল হাসিম মাহিমকে (৮) হত্যার কথা স্বীকার করে। সে জানায় মাহিম-এর মায়ের কাছে এক হাজার টাকা পাওনা ছিলো। সেটা সে আদায় করতে পারছিলো না। এটাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে গলায় রশি পেচিয়ে হত্যা করে। হাত-পা বেঁধে মৃতদেহ বস্তাবন্দি করে গুম করার উদ্দেশ্যে মনু নদীতে ফেলে দেয়।
অভিযুক্ত আসামীর স্বীকারোক্তি মূলক জবানবন্দি
অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান আই নিউজকে জানান, এ ঘটনায় নিহত আব্দুল হাসিম মাহিম-এর বাবা বদরুল ইসলাম (৪২) বাদী হয়ে এজাহার দায়ের করিলে একটি হত্যা মামলা রুজু হয়। অভিযুক্ত সাব্বির বক্স (১৯) নিজেকে অত্র মামলার ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত করে নিজেকে অভিযুক্ত করিয়া আদালতে ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। ধৃত অভিযুক্তের দেওয়া তথ্য মোতাবেক হত্যাকান্ডে ব্যবহৃত রশির বাকী অংশ তার বসত ঘরের উত্তর পাশের কক্ষে রক্ষিত সিলভারের পাতিলের মধ্য হইতে উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। এছাড়া হত্যাকান্ড সংঘটিত স্থান থেকে মৃত আব্দুল হাসিম মাহিম (৮)-এর পরিহিত একজোড়া প্লাস্টিকের সেন্ডেল উদ্ধার করা হয়েছে। মামলাটি আরো ব্যাপকভাবে তদন্ত করা হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান।
- আরও পড়ুন- ইত্যাদি নিয়ে হানিফ সংকেত এবার হবিগঞ্জে
পারিবারিক ও সামাজিক অবক্ষয়রোধে সচেতন হওয়ার আহবান
এদিকে পারিবারিক ও সামাজিক অবক্ষয়রোধে সকলকে আরো সচেতন ও আন্তরিক হওয়ার জন্য মৌলভীবাজার সদর মডেল থানার পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
ঘুরে আসুন আই নিউজ ভিডিও গ্যালারি
৮ ডিসেম্বর মৌলভীবাজার মুক্ত দিবসে বর্ণাঢ্য পতাকা র্যালি
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’