Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৮, ১ ফেব্রুয়ারি ২০২২

মধ্যরাতে শীতার্তদের কম্বল দিলো মৌলভীবাজার জেলা পুলিশ

দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। সোমবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

জেলার সাতটি থানা, সদর মডেল থানা, রাজনগর, কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, জুড়ী ও বড়লেখায় একযোগে অফিসার ইনচার্জগণের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা খুঁজে খুঁজে দুস্থ ও অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন। 

মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের পাশাপাশি ভাসমান তৃতীয় লিঙ্গের অসহায় শীতার্ত মানুষের গায়ে থানা পুলিশের সদস্যরা কম্বল জড়িয়ে দেন। তীব্র শীতে কম্বলের উষ্ণতায় হাসি ফুটে অসহায় শীতার্ত মানুষের মুখে। 

মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয় বলেন, গত কয়েকদিনে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় গরীব অসহায় সম্বলহীন মানুষের দুর্দশা বেড়ে গেছে। হাড় কাঁপানো শীতে শিশু ও বয়োবৃদ্ধরা অসুস্থ হয়ে পড়েছে। তাই এসব অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করার লক্ষ্যে কম্বল বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

আইনিউজ/এসডিপি 

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়