কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২২:০৭, ২ ফেব্রুয়ারি ২০২২
উপজেলা পর্যায়ে সেরা লিটল ম্যাগাজিন কমলগঞ্জের ‘আরণ্যক’

উপজেলা পর্যায়ে সেরা লিটল ম্যাগাজিনের সম্মাননা গ্রহণ করছেন কবি অধ্যাপক শাহাজান মানিক
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি কর্তৃক প্রকাশিত শিল্প-সাহিত্য চর্চার ছোট কাগজ ‘আরণ্যক’ উপজেলা পর্যায়ে দেশ সেরা লিটল ম্যাগাজিন হিসেবে নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ঢাকাস্থ জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত লিটল ম্যাগাজিন সম্মননা প্রদান ও সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ে তিনটি লিটল ম্যাগাজিনকে সম্মাননার জন্য নির্বাচন করা হয়।
এতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত ‘আরণ্যক’কে সারা বাংলাদেশ থেকে বাছাই করে সেরা হিসেবে উপজেলা পর্যায়ে সম্মাননার জন্য নির্বাচিত করা হয়। সম্মাননা হিসেবে কেন্দ্রীয় পাঁচটি লিটল ম্যাগাজিন সম্পাদককে ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
আরও পড়ুন- মেঘনা নদীতে ডুবে মৌলভীবাজার সরকারি স্কুলের ছাত্রের মৃত্যু
জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচিত তিনটি লিটল ম্যাগাজিন সম্পাদককে ২৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। কমলগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির ও লিটল ম্যাগাজিনের সম্পাদনা পরিষদের সদস্য কবি অধ্যাপক শাহাজান মানিক উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতির পক্ষে ২৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।
জানা যায়, লিটল ম্যাগাজিনের ৮ শতাধিক সংখ্যা নিয়ে ১-৭ ফেব্রুয়ারি জাতীয় চিত্রশালার ৬নং গ্যালারিতে প্রদর্শনী শুরু হয়েছে। কমলগঞ্জ উপজেলা থেকে প্রকাশিত 'আরণ্যক' লিটল ম্যাগাজিন সারা দেশের উপজেলা র্পযায়ে দেশ সেরা লিটল ম্যাগাজিন হিসেবে নির্বাচিত হয়ে সম্মাননা পুরস্কারের গৌরব র্অজন করে।
আরও পড়ুন- কমলগঞ্জে ‘করোনাকালীন শিক্ষা ভাবনা’ শীর্ষক মতবিনিময়
কমলগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও লিটল ম্যাগাজিনের পৃষ্ঠপোষক উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, জাতীয় পর্যায়ে সম্মাননা প্রাপ্তিতে কমলগঞ্জবাসী গর্ববোধ করছে শিল্প-সাহিত্য চর্চার ছোট কাগজ ‘আরণ্যক’ এর জন্যে। ‘আরণ্যক’ ধারাবাহিকতার মধ্য দিয়ে ক্রমশ বিকশিত হয়ে উঠুক এ আশা একান্তই রাখা যায়। আমি ‘আরণ্যক’ ম্যাগাজিনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি
আইনিউজ ভিডিও
পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ
হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’