Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

বিষ্ণু দেব, মৌলভীবাজার

প্রকাশিত: ১৬:১৪, ১৭ মার্চ ২০২২
আপডেট: ১৭:৪০, ১৭ মার্চ ২০২২

মৌলভীবাজারে বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন শ্রদ্ধায় স্মরণ

ছবি: আইনিউজ

ছবি: আইনিউজ

মৌলভীবাজারে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণের মধ্যদিয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এছাড়া সাতদিনব্যাপি ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’ উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার ( ১৭ মার্চ) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক  কামাল হোসেন প্রমুখ।

আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেন, সহ-সভাপতি আকিল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, সাংগঠনিক সম্পাদক অজয় সেন, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. নিখিল রঞ্জন দাস, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা ছাত্রলীগ সভাপতি আমিন আহমদ চৌধুরী আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ। 

জেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিডি এলজি মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদি হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল হক, সিনিয়র সহকারী কমিশনার নুসরাত লায়লা নীরা প্রমুখ।

পুলিশের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মুজাহিদুল ইসলাম, মৌলভীবাজার সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছি্লেন। 

পরে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ। এরপর সেখানে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন অতিথিরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও শিশু উন্নয়ন গবেষক জসীম উদ্দিন মাসুদ প্রমুখ।

পরে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সাত দিনব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্যসহ অতিথিরা।

আইনিউজ/বিষ্ণু দেব/এসডি

আইনিউজ ভিডিও

হাসতে হাসতে চেয়ার থেকে পরে গেলাম- বিএনপির নাসের রহমান

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়