সীমান্ত দাস, মৌলভীবাজার
আপডেট: ২০:১৭, ১২ এপ্রিল ২০২২
মৌলভীবাজার শিল্পকলা একাডেমির ২২ কোটি টাকার ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির নবনির্মিত ভবন।
উদ্বোধন হতে যাচ্ছে ২২ কোটি টাকা ব্যয়ে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির নবনির্মিত অত্যাধুনিক ভবন। বুধবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় ভার্চুয়ালি ভবনটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত থাকবেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টুসহ রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, জেলা প্রশাসকের কর্মকর্তাগণ, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংস্কৃতিকর্মীরা।
মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জ্যোতি সিনহা এ বিষয়ে আই নিউজকে জানান, নবনির্মিত চারতলা এ ভবনে রয়েছে শিল্পকলা একাডেমির কার্যালয়, সমৃদ্ধ লাইব্রেরি রুম, প্রশিক্ষণ হল, লাইব্রেরি কাম সেমিনার হল। এছাড়াও অত্যাধুনিক এ ভবনে রয়েছে লাইট-সাউন্ডের সুবিধাসহ শীতাতপ নিয়ন্ত্রিত মঞ্চ ব্যবস্থাপনাসম্পন্ন ৫০০ আসনবিশিষ্ট অডিটোরিয়াম।
জ্যোতি সিনহা আই নিউজকে বলেন, ‘মৌলভীবাজারে নতুন জেলা শিল্পকলা একাডেমি ভবন নির্মিত হচ্ছে এটা নিঃসন্দেহে আনন্দের বিষয়। একটি শিল্পবান্ধব সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সাংস্কৃতিক জাগরণ আবশ্যক। এ জাগরণ জাতীয় পর্যায় থেকে জেলা-উপজেলা পর্যায় পর্যন্ত ছড়িয়ে দিতে হবে, এক্ষেত্রে মৌলভীবাজারবাসী সকলের আন্তরিক সহযোগিতায় মৌলভীবাজারের জেলা শিল্পকলা একাডেমি আশা করি সংস্কৃতি ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে। আমি ভবন নির্মাণে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু বলেন, এটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা। একটি ভবনের অভাবে সংস্কৃতিকর্মীরা অনুষ্ঠান ভালোভাবে করতে পারেননি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক চেষ্টায় আমরা অত্যাধুনিক ভবন পেয়েছি। এর ফলে সংস্কৃতিকর্মীরা সমৃদ্ধ পরিসরে নিজেদের পরিবেশনা তুলে ধরতে পারবেন। মৌলভীবাজারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
বুধবার মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি ছাড়াও উদ্বোধন হবে দেশের আরও ৭টি শিল্পকলা একাডেমির নবনির্মিত ভবন। এগুলো হলো কুষ্টিয়া, খুলনা, জামালপুর নারায়নগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ এবং রংপুর শিল্পকলা একাডেমি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুরের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং আট জেলার জেলা প্রশাসকের সভাকক্ষে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।
রংপুর জেলা শিল্পকলা একাডেমির নবনির্মিত ভবন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন সকাল ১১ টায়। বক্তব্য রাখবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং বক্তব্য প্রদান করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: আবুল মনসুর এবং সংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী ও অনুষ্ঠানের সভাপতি কে এম খালিদ এমপি।
খুলনা জেলা শিল্পকলা একাডেমির ভবন
বক্তব্যের পর নবনির্মিত শিল্পকলা একাডেমি ভবনের ওপর সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। সবশেষে প্রদান অতিথির ভাষণ এবং নবনির্মিত আটটি শিল্পকলা একাডেমি ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধনের পর বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং লিয়াকত আলী লাকীর পরিকল্পনা ও নির্দেশনায় উপস্থাপন করা হবে ৩০ মিনিটের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় পরিবেশিত হয় সমবেত নৃত্য।
পর্যায়ক্রমে চলবে একাডেমি শিশুদলের পরিবেশনায় শিশুদের সঙ্গীত ও নৃত্য পরিবেশন, ঐতিহ্যবাহী ধামাইল গানের সাথে নৃ্ত্য পরিবেশনা, নৃত্যশিল্পীদের অংশগ্রহণে ‘সোহাগ চাঁদ বদনী…’ শিরোনামে একটি লোকনৃত্য এবং বাউল সঙ্গীত নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীদের পরিবেশনায় নৃত্যালেখ্য ‘সহজ মানুষ’ পরিবেশিত হবে। পুরো অনুষ্ঠানটিতে সার্বক্ষণিক মাস্ক পরা ও স্বাস্থবিধি মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
রমজানেও ব্যবসায় ডাকাতি, শ্রীমঙ্গলের ২-৩ টাকার লেবু ঢাকায় হয়ে যায় ২০ টাকা
রোজার বাজারে ২ কেজি মাংসে ৪০০ গ্রাম কম দিলেন ব্যবসায়ী, ভোক্তা অধিদপ্তরের অভিযান
নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’