কামরুল হাসান শাওন, মৌলভীবাজার
আপডেট: ০৩:২৮, ১ মে ২০২২
বর্ণিল আলোকজসজ্জায় সেজেছে মৌলভীবাজার টাউন ঈদগাহ
হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) টাউন ঈদগাহ মৌলভীবাজার
বর্ণিল আলোকজসজ্জায় সেজেছে বৃহত্তর সিলেটের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ- হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) টাউন ঈদগাহ মৌলভীবাজার।
শনিবার (৩০ এপ্রিল) রাতে বর্ধিত এই ঈদগাহের নান্দনিক আলোকসাজের উদ্বোধন করেন সংসদ সদস্য নেছার আহমদ।
নান্দনিক ও বর্ধিত এই ঈদগাহের সারথি মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের সমন্বয়ে এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. ফজলুল আলী, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা জাসদ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদ, এশিয়ান টিভির মৌলভীবাজার প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল,জেলা ছাত্রলীগের সভাপতি আমীরুল ইসলাম চৌধুরী আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।
মৌলভীবাজার টাউন ঈদগাহে জামাতের সময়সূচি
মেয়র ফজলুর রহমান জানান, প্রায় ১৫৮ শতক জায়গার ওপর নির্মিত দৃষ্টিনন্দন মৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দান। প্রায় ১৬ হাজার মুসল্লিরা একসাথে ঈদের নামাজ আদায় করতে পারবেন। ঈদের দিন তিনটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৬ টায় প্রথম জামাত, সাড়ে ৭ টায় দ্বিতীয় জামাত এবং সাড়ে ৮টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।
মৌলভীবাজার টাউন ঈদগাহ মাঠে ১৯৩৩ সালে ৫১ শতক ভূমির ওপর শুরু হয় প্রথম ঈদের জামাত। জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরবর্তীতে ২০০০ সালে পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদুর রহমানের উদ্যোগে ঈদগাহ সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হয়।
- আরও পড়ুন - চাঁদের দেখা মেলেনি, সৌদিতে সোমবার ঈদ
তখন পুরাতন ঈদগাহের ভিতরে ৭৯ শতক ভূমি আছে এবং বাহিরে আরও ১৩ শতক ভূমি ছিলো। ২০১৪ সালে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর নেতৃত্বে পুরাতন ঈদগাহের প্রায় ৪৩.৬৫ শতক ভূমি দখলমুক্ত করে মাটি ভরাটের মাধ্যমে ঈদগাহ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে পৌরসভার বর্তমান মেয়র ফজলুর রহমান নেতৃত্বে ঈদগাহের চুড়ান্ত সম্প্রসারণ করে নান্দনিক ইসলামিক স্থাপত্যে নির্মাণ করার কাজ বাস্তবায়ন করা হয়।
সর্বশেষ ঈদগাহের চুড়ান্ত সম্প্রসারণের প্রয়োজনে শহরের পশ্চিম ধরকাপন নিবাসী মরহুম সৈয়দ তাহির আলী তোতার মিয়ার উত্তরাধিকারীরা ২০১৯ সালে ১৬ শতক ভূমি দান করেন। যার বাজর মূল্য ৩ কোটি ২০ লক্ষ টাকা। এছাড়া সম্প্রসারিত ঈদগাহের পশ্চিম উত্তর-পশ্চিম কর্নারে ৬.৩৫ শতক ভূমি বিভিন্ন দানশীল ব্যক্তিবর্গের দানের টাকায় ১ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে (রেজিস্ট্রি খরচসহ) নগদ মূল্যে ক্রয় করা হয়।
বর্তমানে ১৫৮ শতক সুপরিসর ভূমির ওপর বিশাল আয়তনের মৌলভীবাজার টাউন ঈদগাহ। নামকরণ করা হয়েছে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.)-এর নামে।
আইনিউজ/কামরুল হাসান/এমজিএম
আইনিউজ ভিডিও
বৃদ্ধ বয়সে নামাজ পড়তাম, ঘরে বসে খাইতাম, কে খাওয়াবে!
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অন্ধ শিক্ষার্থীদের ক্ষিপ্রগতি দেখে সবাই মুগ্ধ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’