কমলগঞ্জ প্রতিনিধি:
লাউয়াছড়ায় আগুন জ্বালিয়ে শুটিং করছে প্রাণ-আরএফএল!
লাউয়াছড়া বনে শুটিং এর ছবি
মৌলভীবাজার জেলার কমলগঞ্জের সংরক্ষিত বনাঞ্চল "লাউয়াছড়া জাতীয় উদ্যানে" আগুণ জ্বালিয়ে বিজ্ঞাপনের শুটিং করছে প্রাণ-আরএফএলের বিজ্ঞাপন নির্মানকারী একটি প্রোডাকশন হাউজ৷গতকাল বুধবার (৮জুন) সকাল থেকে লাউয়াছড়া বনের জেনারেটর, লাইট, ভারী যন্ত্রপাতি এবং ট্রাক ও মাইক্রোবাস নিয়ে লাউয়াছড়া বনে চিত্রগ্রহণের জন্য প্রবেশ করে প্রাণ-আরএফএল গ্রুপের নিজস্ব প্রোডাকশন হাউজের লোকজন৷
বিজ্ঞাপন নির্মাণের সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাণ-আরএফল গ্রুপের কোমল পানীয় "পাওয়ার এনার্জি ড্রিংক" এর একটি বিজ্ঞাপনের চিত্রগ্রহণের জন্য তারা লাউয়াছড়ায় এসেছেন। প্রোডাকশন টিমটি সংরক্ষিত বনের ভেতর ৮টি মাইক্রোবাস,দুটি ট্রাক ও কয়েকটি ইজিবাইক নিয়ে প্রবেশ করে৷ সংরক্ষিত বনের কোর জোনের ভেতর লাউয়াছড়ার ভেতর দিয়ে প্রবাহিত হওয়া পাহাড়ী ছড়ার সামনে সকাল থেকে চিত্রগ্রহণ শুরু করে তারা৷ এসময় তারা চিত্রগ্রহণের জন্য বনের ভেতর তেলের টিনে আগুণ লাগিয়ে ধোঁয়ার সৃষ্টি করে৷ সংরক্ষিত বনের দুই কিলোমিটার জুড়ে এই ধোঁয়া ছড়িয়ে পরে৷ এতে বন্যপ্রাণীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাছাড়া প্রোডাকশন হাউজের ভারী যন্ত্রপাতি রাখার ফলে কিছু ছোট ছোট উদ্ভিদও নষ্ট হয়েছে।
সরেজমিনে লাউয়াছড়া জাতীয় উদ্যানে গিয়ে দেখা যায়, চিত্রগ্রহণকারী দলটি বনের অভ্যন্তরে উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর চালিয়ে চিত্রগ্রহণের কাজ করছে৷ বনের ভিতরে কৃত্রিম আলোর ব্যবস্থা করার জন্য নিয়ে এসেছে হাজার ওয়াটের বাল্ব৷
চিত্রগ্রহণের কাজে ব্যবহৃত জেনারেটরটি থেকে উৎপন্ন ধোঁয়া বনের চারপাশে ছড়িয়ে গিয়েছে৷
প্রোডাকশন টিমের সদস্যরা বনের ভেতর পায়ে হাঁটার ট্রেইলের উপর তাঁবু টাঙ্গিয়ে তাদের চিত্রগ্রহণ করার জন্য নিয়ে আসা সামগ্রীগুলো রেখেছেন৷ এসব ভারী ভারী যন্ত্রাংশ বনের অভ্যন্তরে ছড়িয়ে ছিটিয়ে রাখায় ছোট ছোট অনেক উদ্ভিদ নষ্ট হয়েছে৷
লাউয়াছড়ার ভিতর দিয়ে যাওয়া ছড়াতে নেমে চিত্রগ্রহণ করতে দেখা গেছে প্রোডাকশন হাউজের লোকদের৷ তারা প্রায় ৩০-৪০ জনের দল ছড়াতে নেমে চিত্রগ্রহণ করার কাজ করছিলেন৷ এসময় বন্যপ্রাণিদের অভয়াশ্রম বলে পরিচিত ওই জায়গাটিতে বণ্যপ্রাণিদের দ্বিগিদ্বিক ছোটাছুটি করতেও দেখা গেছে৷
এদিকে চিত্রগ্রহণকারী দলটির খাবারের ব্যবস্থা করার জন্য বনের ভেতরেই গ্যাস সিলিন্ডারের মাধ্যমে চুলা জ্বালিয়ে রান্না করা হচ্ছে৷ পাশাপাশি চিত্রগ্রহণকারী দলটির খাবারের উচ্ছিষ্টগুলো স্তুপ আকারে জমিয়ে রাখা হয়েছে৷
চিত্রগ্রহণের জন্য প্রোডাকশন টিমটি লাউয়াছড়া থেকে বেত গাছ কেটেও নিয়েছেন এবং সেই কেটে নেয়া বেতগাছটি তাঁদের চিত্রগ্রহণের কাজে ব্যবহারও করছেন৷
আইনিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’