Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদন

প্রকাশিত: ১২:২৭, ১৬ জুন ২০২২
আপডেট: ১৮:০৩, ১৬ জুন ২০২২

মৌলভীবাজারে চুরি হওয়া প্রাইভেট কার একদিনের মাথায় উদ্ধার

সোমবার (১৩ জুন) মৌলভীবাজার সদর কোর্টের সামনে থেকে ঢাকা মেট্রো-গ ১২-১৭৪৯ রেজিষ্ট্রেশন সম্পন্ন একটি লাল রঙের প্রাইভেট কার চুরি হয়। সেই গাড়িটি একদিনের মাথায় উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে আজ বৃহস্পতিবার (১৬ জুন) হস্তান্তর করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। 

মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মঙ্গলবার (১৪ জুন) শ্রীমঙ্গল থানার ভৈরবগঞ্জ বাজার থেকে গাড়িটি উদ্ধার করা হয়। উদ্ধারের দুইদিন পর বৃহস্পতিবার (১৬ জুন) প্রাইভেট কারের প্রকৃত মালিক  মুক্তিযোদ্ধা সৈয়দ তজম্মুল আলীর কাছে গাড়িটি বুঝিয়ে দেয়া হয়। 

এ ঘটনায় প্রাইভেট কারের মালিক সদর থানায় অভিযোগ দায়ের করলে গাড়িটি উদ্ধারে এসআই সৈয়দ বশিরের নেতৃত্বে মাঠে নামে সদর মডেল থানা পুলিশ। 

হারানো গাড়ি ফেরত পেয়ে মৌলভীবাজার জেলা পুলিশের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান প্রাইভেট কারের প্রকৃত মালিক  মুক্তিযোদ্ধা সৈয়দ তজম্মুল আলী। 

আইনিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়