Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১১ ১৪৩২

শাহরিয়ার খান সাকিব

প্রকাশিত: ১৮:০০, ৩ জুলাই ২০২২
আপডেট: ২১:০২, ৩ জুলাই ২০২২

কোরবানির হাঁটে রাজাবাবুর দাপট, দাম ১৮ লাখ

দিঘীরপাড় বাজারের সবচেয়ে বড় ষাঁড় `রাজাবাবু`

দিঘীরপাড় বাজারের সবচেয়ে বড় ষাঁড় `রাজাবাবু`

আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে কোরবানির পশুর হাঁট। মৌলভীবাজারের দিঘীরপাড় বাজারে ইতিমধ্যে শুরু হয়েছে ক্রেতা-বিক্রেতার আনাগুণা। শনিবার (২ জুলাই) বিকেলে সেই বাজারেই দেখা মিলে দৈত্যাকার ষাঁড় ‘রাজা বাবু’র। এ হাঁটের এ পর্যন্ত আসা সবচাইতে বড় গরু এটি। তাই দামও আকাশচুম্বী। রাজাবাবুকে কিনতে হলে গুণতে হবে ১৮ লাখ টাকা।

‘রাজা বাবু’ নামের কালো রঙের এই ষাঁড় বাজারে নিয়ে এসেছেন মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নের শাহবন্দর গ্রামের খামারি মোহাম্মদ ইমন। তিনি জানান, গত বছর ঈদে শখ করে একই জাতের ষাঁড় বিক্রি করেছিলেন, তার নামও ছিল "রাজা বাবু"। এবারও তিনি তার ব্যতিক্রম করছেন না। ষাঁড়টির নাম তার সাথে মিল রেখেছেন। ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে ১৮ লাখ টাকা।

খামারি মোহাম্মদ ইমন বলেন, ষাঁড়টি তিন বছর ধরে লালন-পালন করছি। প্রাকৃতিক খাবার খাওয়াই। রাজা বাবু একটু চঞ্চল প্রকৃতির। সে সুযোগ পেলে ছোটাছুটি করে। রাজকীয়ভাব নিয়েই থাকে। রাজাবাবুকে নিয়ে এলাকায় জনমনে বেশ কৌতুহল রয়েছে জানিয়ে রাজাবাবুর মালিক বলেন, গরুটির প্রতিদিন খাদ্য তালিকায় আছে- ঘাস, খড়, গমের ভূসি, ছোলা, ভুট্টা।

তিনি আরো বলেন, ১৮ লাখ টাকা দাম চাচ্ছি ষাঁড়টির। অনেকেই আসছেন, গরুটি দেখছেন। দামও বলছেন। দামে পোষালে বিক্রি করে দেবো।

 

আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন দারুণ সব ভিডিও

Sylhet-Sunamganj Flood | ঘরে থৈ-থৈ পানি, নেই খাবার পানি, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই | Eye News

বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা-দোকানপাট

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী | Sylhet Flood || Eye News

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়