কামরুল হাসান শাওন
পশুর হাটে ক্রেতারা ঝুঁকছেন ছোট-মাঝারি গরুর দিকেই
ছবি: এম এ মোস্তফা
এক সপ্তাহ পরেই মুসলমানদের অন্যতম দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এই ঈদে পশু কোরবানি দেয়া হয় বলে অনেকের কাছে এই ঈদ কোরবানির ঈদ। অন্যান্য বছরের মতো এবারও কোরবানির ঈদকে কেন্দ্র করে জমে ওঠেছে মৌলভীবাজার জেলার পশুর হাটগুলো। বাজারে নামীদামী বিভিন্ন জাতের দৈত্যাকায় গরু ওঠলেও ক্রেতাদের আগ্রহে ছোট-মাঝারি দেশি গরু। যদিও ক্রেতাদের অভিযোগ গরু বিক্রতারা বেশি দাম হাঁকাচ্ছেন।
রোবাবর (৩ জুলাই) মৌলভীবাজারের রাজনগরের টেংরাবাজার পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, ঈদের দিন ঘনিয়ে আসায় পশু বিক্রির ব্যস্ততা বেড়েছে। বাজারে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। অনেকেই হাটে ঘুরতেও এসেছেন । রাজনগরের টেংরাবাজার স্থায়ী হাটে পশু বিক্রি শুরু হয়েছে দুইদিন আগে থেকেই। এই পশুর হাটে বিক্রতাদের ব্যস্ততা ছিলো চোখে পড়ার মতো।
বাজারে ওঠেছে নানা রঙের ছোট-বড়-মাঝারি গরু। ছোট গরু ৩০ হাজার থেকে ৫০ হাজারা টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি গরু ৮০ হাজার থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বড় গরু দেড় লক্ষ থেকে ২ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা কিছু ষাঁড় গরুর দাম হাঁকছেন ৭ লাখ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত।
বাজার ঘুরে দেখা গেছে, দেশী-বিদেশি জাতের গরুর বিপুল সমাহার। বিশালাকৃতির বড় বড় গরুগুলো উন্নত ফিজিয়ান, ব্রাহমা, শাহীওয়াল প্রজাতির। তবে ক্রেতাদের আকর্ষণ কেড়েছে দেশী মাঝারি গরুগুলো। ক্রেতারা বড় গরু রেখে ভিড় করছেন মাঝারি গরুগুলোর পাশে। করছেন দরদাম। বিক্রেতার সাথে ক্রেতার মতের মিল হলেই কিনে নিচ্ছেন পছন্দের গরুটি।
রাজনগরের সোনাটেকি গ্রামের গরুর ব্যবসায়ী জরিফ মিয়া বলেন, বাড়িতে আমারা ছোট খামার আছে। আজকের বাজারে ৮টি মাঝারি আকারের গরু তুলেছি। ২ টা বিক্রি করেছি, একটা ৮৫ হাজার আরেকটা ৭৫ হাজার টাকায়। বাজারে এই সাইজের গরুই বেশি বিক্রি হচ্ছে- জানালেন জরিফ মিয়া।
জরিফ মিয়া বলেন, ঈদের আরো ৭ দিন বাকি আছে। নিজের খামারের সব গরু বিক্রয় হয়ে গেলে আবার বাজারেই গরু ক্রয় করে কম লাভে বিক্রয় করবো।
টেংরাবাজার ইলাশপুর গ্রামের সুমন মিয়া নিয়ে এসেছেন দেশী বড় ষাঁড়। জানালেন মাংস হবে ৬ মণ বা ২৪০ কেজি। দাম হাঁকছেন দেড়লাখ টাকা। তবে জানালেন শেষ পর্যন্ত ৯৫ হাজার টাকায় বিক্রি করে দেবেন।
এদিকে ২ বছর বয়সের শাহী ওয়াল জাতের দুইটি গরু নিয়ে এসেছেন আওলাদ হোসেন। প্রতিটির ওজন হবে ৭০০ থেকে ৮০০ কেজি। তিনি প্রতিটি গরুর দাম হাঁকছেন ১ লাখ ৮০ হাজার টাকা।
রাজনগরের ডেফলউরা গ্রামের বাচ্চু মিয়া ফিজিয়িান বড় প্রজাতির গরু নিয়ে এসেছেন। তিনি বলেন, বাড়িতে একটি গরুই লালন পালন করেছি। এই বাজারে প্রথম তুলেছি। দামা চাচ্ছি ২ লক্ষ টাকা, ১ লক্ষ ৮০ হাজার হলে দিয়ে দিবো। তিনি বলছেন গরুতে ৭ মণ মাংস হবে।
আইনিউজ/শাওন/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’