Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৮, ৫ জুলাই ২০২২
আপডেট: ২২:৪৭, ৫ জুলাই ২০২২

কোরবানির হাটে ছাগলকে পানি খাইয়ে মোটাতাজা, ২ বিক্রেতাকে জরিমানা

অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট পাঁচহাজার টাকা জরিমানা

অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট পাঁচহাজার টাকা জরিমানা

মৌলভীবাজারে কোরবানির পশুর হাটে অভিযান পরিচালনা করে দুই পশু বিক্রেতাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আল আমিন জানান- প্রতিশ্রুতি অনুযায়ী কোরবানীর প্রাণী বিক্রয় না করা, কোরবানীর প্রাণীকে অতিরিক্ত পানি খাইয়ে মোটাতাজা করা এবং অতিরিক্ত পানি খাইয়ে সেই সকল প্রাণিগুলোকে কষ্ট দেওয়ার অপরাধে সদর উপজেলার দিঘীরপাড় বাজারে অবস্থিত কোরবানির প্রাণির হাটে  রুমেল মিয়া নামক এক পশু বিক্রেতাকে  একহাজার টাকা এবং পাপ্পু মিয়াকে পাঁচশত টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে আরও জানা গেছে- আসন্ন ঈদুল আযহা সামনে রেখে কোরবানির প্রাণির হাটে সুস্থ প্রাণি ক্রয় বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজার স্টেডিয়াম ও দিঘীরপাড় বাজারের প্রাণীর হাটসহ বিভিন্ন জায়গায় আজ মঙ্গলবার(৫ জুলাই) যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে উপস্থিত ছিলেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সিনথিয়া কবির, ভেটেরিনারী সার্জন ডা. নিরোদ চন্দ্র সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: শাহীনুল হক, জেলা ভেটেরিনারী অফিসার ডা. এ জেড এম ওয়াহিদুল আলম ।

এদিকে হাটসংলগ্ন  রেস্টুরেন্ট কচুপাতা হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খোলা অবস্থায় রং মিশ্রিত খাদ্য পণ্য বিক্রয় করার অপরাধে একহাজার টাকা জরিমানা করা হয়। মাছে ওজন কম দেওয়ার অপরাধে মাছ ব্যবসায়ী শাহজাহান মিয়া নামক এক ব্যক্তিকে দুইহাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

হাটগুলোতে আগত ক্রেতা বিক্রেতাকে আইন মেনে কোরবানির প্রাণি ক্রয় বিক্রয় করার জন্য নিদের্শনা দেওয়া হয়। অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট পাঁচহাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। কোরবানির প্রাণির হাটগুলোতে সুস্থ্য প্রাণি ক্রয় বিক্রয় নিশ্চিত করতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানান।

আইনিউজ/এসকেএস

আইনিউজ ইউটিউব চ্যানেলে ‍দেখুন আকর্ষণীয় সব ভিডিও

কোরবানির হাঁট কাঁপাতে রাজা বাবু - দাম ১৮ লাখ টাকা

কোরবানির গরু সরাসরি ওজনে বিক্রি করবেন বিক্রেতা

কোরবানির হাট কাঁপাতে আসছে ৮০০ কেজির টাইগার | Eid Al Adha 2022 | Cow Market | Moulvibazar || Eye News

মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?

লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা

কিভাবে করবেন IELTS কোর্স? কোথায় করবেন? IELTS preparation full course || Eye News || Speaking | British Council Hexas Moulovibazar

আদিবাসী জনগোষ্ঠির সংস্কৃতি । Indigenous Culture । Eye News

রাস্তায় অবৈধভাবে সিএনজি-কার-মোটরসাইকেল পার্কিং করলেই আইনগত ব্যবস্থা | Moulvibazar | Eye News

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়