বিশেষ প্রতিনিধি
আপডেট: ২০:৩০, ১৪ জুলাই ২০২২
শ্রীমঙ্গল উপনির্বাচন: তিন প্রার্থীই পেরোতে পারেননি এসএসসির গন্ডি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুলাই৷ নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তালা প্রতীক নিয়ে লড়ছেন কেসব বারই, বাল্ব প্রতীক নিয়ে নির্বাচনে আছেন পরিমল দাশ এবং টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ লিটন আহমেদ৷
- আইনিউজ এ আরও পড়ুন : তীব্র তাপদাহে নাকাল মানুষ, গরম থাকতে পারে আরও কয়েকদিন
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের হলফনামা প্রকাশ করেছে নির্বাচন কমিশন৷ প্রকাশকৃত হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে তিনজন প্রার্থীর মধ্যে কোন প্রার্থীই এসএসসি পাশ করতে পারেন নি৷ কেসব বারই নিজের হলফনামায় লিখেছেন তিনি সাক্ষরজ্ঞান সম্পন্ন, পরিমল দাশের শিক্ষাগত যোগ্যতা নবম শ্রেণি পর্যন্ত এবং লিটন আহমেদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পর্যন্ত।
প্রকাশিত হলফনামায় কেসব বারই তিনি পেশা হিসেবে উল্লেখ করেছেন চা-শ্রমিক এবং কৃষক৷ তাঁর আয়ের প্রধান উৎস কৃষিকাজ, সেখান থেকে তিনি বছরে এক লক্ষ বিশ হাজার টাকা উপার্জন করেন। তাছাড়া চাকুরি থেকে তাঁর আয় চল্লিশ হাজার তিনশত বিশ টাকা৷ কেসবের মোট কৃষি জমির পরিমান ২বিঘা যা তিনি চা বাগান থেকে পেয়েছেন। তাঁর কোন ধার-দেনা নেই। এবং তাঁর বিরুদ্ধে কোন মামলাও নেই বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন৷
- আরও পড়ুন : বিয়ের পিঁড়িতে ওঠার আগেই লাশ হলো কমলগঞ্জের আয়শা
অপরদিকে আরেক প্রতিদ্বন্দ্বি প্রার্থী পরিমল দাশে তিনি উল্লেখ করেছেন পেশা ব্যবসা। শহরের নতুনবাজারে মেসার্স প্রিয়ম খাদ্য ভান্ডার নামে তাঁর একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে৷ কৃষি থেকে তাঁর বাৎসরিক আয় আঠারো হাজার টাকা। ব্যবসা থেকে আড়াই লক্ষ টাকা এবং পরিমলের উপর নির্ভরশীলদের বাৎসরিক আয় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা৷ পরিমল দাশের অস্থাবর সম্পত্তির মধ্যে নগদ টাকা রয়েছে পঞ্চাশ হাজার টাকা এবং তাঁর স্ত্রীর কাছেও আছে পঞ্চাশ হাজার টাকা৷ ব্যাংকে জমা আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা। সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত আছে চার লক্ষ আশি হাজার টাকা৷ স্বর্ণ আছে ৫ ভরি যার বাজারমূল্য আড়াই লক্ষ টাকা। ইলেকট্রনিক্স সামগ্রী আছে এক লক্ষ টাকার এবং আসবাবপত্র আছে পাঁচ লক্ষ টাকার৷ পরিমল দাশের স্থাবর সম্পত্তির মধ্যে আছে তিন বিঘা কৃষি জমি এবং ২৬ বিঘা অ-কৃষি জমি৷
পরিমল দাশের ২৫ লক্ষ টাকা দায় আছে আইএফআইসি ব্যাংকের কাছে। তবে তাঁর বিরুদ্ধে কোন মামলা নেই৷ এদিকে আরেক প্রার্থী মোহাম্মদ লিটন আহমেদের পেশা ব্যবসা। তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের নাম মায়ের দোয়া এন্টারপ্রাইজ৷ ব্যবসা থেকে তাঁর বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকা৷ অস্থাবর সম্পত্তি হিসেবে আছে নগদ পঞ্চাশ হাজার টাকা, স্ত্রীর নামে স্বর্ণ আছে ৫ ভরি৷ ইলেকট্রনিক্স সামগ্রী আছে এক লক্ষ আশি হাজার টাকার আসবাবপত্র আছে দুই লক্ষ বিশ হাজার টাকার৷
আস্থাবর সম্পত্তির মধ্যে লিটনের কৃষি জমি যৌথ নামে আছে ৫ লক্ষ টাকার যার অর্ধাংশের মালিক তিনি৷ পাশাপাশি নিজের নামে ২শতক জমিতে টিনশেড ঘর আছে তার এবং যৌথ নামে ৫শতক জায়গায় একটি ঘর আছে যার মোট মূল্য সাড়ে ৬ লক্ষ টাকা৷ এদিকে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন প্রার্থীর মধ্যে শুধুমাত্র লিটনের নামে একটি মামলা আছে৷ এনআই এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ ধারায় একটি মামলা মৌলভীবাজার যুগ্ন জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন আছে৷
সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য বলেন, এই যে প্রার্থীরা কেউই এসএসসির গন্ডি পার করেন নি এটি আমাদের জন্য একটি দেউলিয়া মনের পরিচয়৷ যেভাবে আমরা ভৌত ও কাঠামোগতভাবে অগ্রসর হয়েছি এবং যেখানে আমাদের ভিত্তি আরো শক্ত ও মজবুত হওয়ার কথা ছিলো সেখানে আমরা পিছিয়ে পরছি ক্রমশ৷ আমাদের শিক্ষাঙ্গন সাহিত্য সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট মানুষজন আসছে না জনগনের প্রতিনিধিত্ব করতে এটি খুব দুঃখজনক৷ শ্রীমঙ্গলের মত বর্ধিষ্ণু উপজেলাতে আরো বিজ্ঞ ব্যাক্তিদের আসা উচিত ছিলো বলে আমি মনে করে৷
উল্লেখ্য, শ্রীমঙ্গলে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৭ হাজার ৫৫৯ জন, যার মধ্যে পুরুষ ১ লক্ষ ২০ হাজার ৫৮৯ এবং নারী ভোটার সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ৯৭০ জন৷ ৮০ টি ভোটকেন্দ্রের মোট ৫৭৯ টি বুথে ২৭ জুলাই সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে৷
আইনিউজ/হৃদয় শুভ/এসকেএস
আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন আকর্ষণীয় সব ভিডিও
যে পানিতে মানুষের মল পড়ে, সে পানি খাচ্ছেন নারায়ণগঞ্জবাসী | Narayanganj | শীতলক্ষ্যা নদী | Eye News
মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?
মৌলভীবাজারের যে সীমান্তে এক হাটে বাজার করে ভারত-বাংলাদেশের মানুষ | Eye News
কুরবানীর জন্য চা বাগানের গরু ক্রেতাদের আকর্ষণ
কোরবানির গরু সরাসরি ওজনে বিক্রি করবেন বিক্রেতা
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’