নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১১:৩৫, ১৭ জুলাই ২০২২
কানাডার পার্লামেন্টে বিরোধী দলীয় উপনেতা মৌলভীবাজারের ডলি
![সিলেটের মৌলভীবাজার সদর উপজেলার মেয়ে ডলি বেগম সিলেটের মৌলভীবাজার সদর উপজেলার মেয়ে ডলি বেগম](https://www.eyenews.news/media/imgAll/2021April/provinsial-parlealemnt-of-canda-bengoli-doli-begum-eyenews-2207171135.jpg)
সিলেটের মৌলভীবাজার সদর উপজেলার মেয়ে ডলি বেগম
কানাডার বৃহত্তম প্রভিন্স অন্টারিওর প্রভিন্সিয়াল পার্লামেন্টে বিরোধী দলীয় উপনেতা হিসেবে মনোনীত হয়ে প্রবাসে আরও একবার আলোচনায় সিলেটের মৌলভীবাজার জেলার মেয়ে ডলি বেগম। এর আগে প্রথমবার কানাডার পার্লামেন্টে প্রথমবার এমপি নির্বাচিত হয়ে আলোচনায় আসেন তিনি। কানাডার পার্লামেন্টে আরও দ্বিতীয়বার এমপি নির্বাচিত হওয়ায় ডলি বেগমের পাশাপাশি উচ্ছ্বসিত মৌলভীবাজারের বাসিন্দারাও।
কানাডার রাজনৈতিক দল এনডিপি তাকে দলের উপনেতা এবং প্রভিন্সিয়িাল পার্লামেন্টের বিরোধী দলীয় উপনেতা হিসেবে মনোনীত করেছে। ডলি বেগম প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত, যিনি কানাডায় নির্বাচিত জনপ্রতিনিধি এবং সংসদে বিরোধী দলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পেলেন।
প্রথমবার এমপি নির্বাচিত হওয়ার পর ডলি কানাডার অন্টারিওর প্রাদেশিক সংসদে বিরোধী দলীয় ডেপুটি হুইপ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এবার মনোনীত হয়েছেন বিরোধী দলীয় উপনেতা হিসেবে।
কনজারভেটিভ প্রিমিয়ার ডাগ ফোর্ডের গণবিরোধী নানা পদক্ষেপের বিরুদ্ধে খোলামেলো বক্তব্য রেখে অন্টারিওর প্রভিন্সিয়াল রাজনীতিতে আলোচনায় আসেন বাংলাদেশি ডলি বেগম। ২০১৮ সালের ৮ই জুন কানাডার অন্টারিও প্রদেশের প্রাদেশিক নির্বাচনে স্কারবরো সাউথ ওয়েস্ট আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন ডলি বেগম। চলতি বছরের ২রা জুন ডলি বেগম স্কারবরো সাউথ ওয়েস্ট আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
ওই নির্বাচনের পর এনডিপি দলের নেতা এন্ড্রিয়া হারওয়াথ পদত্যাগের ঘোষণা দেন। ১৩ই জুলাই এনডিপি দলের এবং অন্টারিওর সংসদে বিরোধীদলের উপনেতা হিসেবে ডলি বেগমকে নিয়োগের ঘোষণা দেয়া হয়। ২রা জুনের নির্বাচনে ডলি প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টির (পি.সি) ব্রেট স্নাইডারকে প্রায় ৬ হাজার ৫শ’ ১৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন। ওই আসনে ৩৩৮৭৮ ভোটের মধ্যে ডলি পান ১৫৯৫৪ ভোট (৪৭.১ শতাংশ)।
ডলি বেগমের এমন সাফল্যের ব্যাপারে কানাডা প্রবাসী জেলার বড়লেখা উপজেলার আজিমগঞ্জ সালদিঘা বড়বাড়ির বাসিন্দা কামরুল ইসলাম বলেন, ডলির রাজনৈতিক দূরদর্শিতা দল ও কমিউনিটির প্রতি তার উদার আন্তরিকতা তাকে যেমন নির্বাচনে বিজয়ী করেছে। তেমনি সংসদে বিরোধী দলীয় ডেপুটি হুইপ এরপর বিরোধী দলীয় উপনেতা হিসেবে নিয়োগ পেতে সহায়তা করেছে। যা সেদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলেই আমাদের বিশ্বাস।
মৌলভীবাজার জেলার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা গ্রামের সন্তান ডলি বেগম। বাবা রাজা মিয়া এবং মা জবা বেগমের বড় সন্তান ডলি। ছোট ভাই মহসিন আহমদও কানাডায় ব্যবসা করছেন।
১৯৯৮ সালে ডলি মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়াকালীন সময়ে বাবা-মার সঙ্গে কানাডায় চলে যান। সেখানে কানাডার গর্ডন এ ব্রাউন মিডল স্কুল ও ডব্লিউ এ পোর্টার কলেজিয়েট ইনস্টিটিউট থেকে কৃতিত্বের সঙ্গে পাশ উত্তীর্ণ হন। পরে ইউনিভার্সিটি অব টরন্টো (সেন্ট জর্জ) থেকে রাষ্ট্র বিজ্ঞানে অনার্স সম্পন্ন করেন। এরপর লন্ডনের বিশ্বখ্যাত ইউসিএল বিশ্ববিদ্যালয় হতে ডেভেলপমেন্ট এডমিনিস্ট্রেশন অ্যান্ড প্ল্যানিং বিষয়ে মাস্টার্স করেন। পরবর্তী সময়ে তিনি ধীরে ধীরে কানাডার রাজনীতিতে জড়িয়ে পড়েন।
- নবীগঞ্জে ভ্যাপসা গরমে বাড়ছে জ্বর, সর্দি-কাশি
- রাজনগরে দেড়মাসের শিশুর মৃত্যু নিয়ে রহস্য
- কমলগঞ্জে তাপদাহে অতিষ্ঠ জনজীবন
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম | Deyalika | Eye News
আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘কার্নিভাল’
মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?
লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’