বিশেষ প্রতিবেদক
উপনির্বাচন ২৭ জুলাই : শ্রীমঙ্গল ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী
![](https://www.eyenews.news/media/imgAll/2021April/received_464738025077767-2207262324.jpeg)
রাত পোহালে বুধবার (২৭ জুলাই) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। নির্বাচন হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন তিন জন প্রার্থী। তবে এই নির্বাচন নিয়ে প্রার্থী ও ভোটারের মধ্যে খুব একটা আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না।
নিষ্প্রাণ এই নির্বাচনের প্রার্থীরা হলেন- আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কালিঘাট ইউনিয়ন শাখার সভাপতি কেশব বারই (তালা), শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক পরিমল দাশ (বৈদ্যুতিক বাল্ব) ও জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার শাখার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন আহমেদ (টিউবওয়েল)।
পরিমল দাশ ও মোহাম্মদ লিটন আহমেদ ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হয়েছিলেন। আর কেশব বারই এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন। এই নির্বাচনে কর্মী-সমর্থকদের তৎপরতা খুব একটা চোখে পড়েনি। উৎসাহ-উদ্দীপনা নেই ভোটারের মাঝেও।
স্থানীয় গণমাধ্যমকর্মী হৃদয় শুভ বলেন, ‘আমার বাসা পূর্বাশা এলাকায়। আমার এলাকায় পরিমল দাশের কোন কর্মী-সমর্থক ছাড়া আর কেউ ভোট চাইতে যাননি। কারা প্রার্থী, তাদের প্রতিকইবা কী- এলাকার অধিকাংশ ভোটারই জানেন না।’ একই কথা বলেন, মির্জাপুর ইউনিয়নের সুইলপুর গ্রামের সালাম মিয়া। তিনি বলেন, ‘আমার এলাকার অধিকাংশ ভোটারই জানেন না কে প্রার্থী। শুধু বাজারে একদিন লিটনের মাইকিং শুনেছি। আশিদ্রোণ ইউনিয়নের টিকরিয়া গ্রামের কিশোর দেবনাথ বলেন, ‘কাল (বুধবার) যে নির্বাচন তা শুনেছি। কোনো প্রার্থী তো ভোট চাইতে আসেনি। শ্রীমঙ্গল সদর ইউনিয়নের মো. কিতাব আলী বলেন, 'আমাদের গ্রামের কেউ-ই ভোট দিতে যাবে না। কারো মুখে ভোটের কথা তো শুনিনি।'
শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের উপ-নির্বাচনে শ্রীমঙ্গল পৌরসভা ও ৯টি ইউনিয়নের মোট ভোটার ২ লাখ ৩৭ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২০ হাজার ৫৮৯ জন এবং নারী ভোটার ১ লাখ ১৬ হাজার ৯৭০ জন। উপজেলা পরিষদ উপ-নির্বাচনের জন্য উপজেলার ৮০টি ভোট কেন্দ্রে ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৫৭৯টি ভোটকক্ষ।
উল্লেখ্য, ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রনধীর কুমার দেব চেয়ারম্যান, উপজেলা শ্রমিক লীগ নেতা প্রেমসাগর হাজরা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী ঘরাণার মিতালী দত্ত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। ২০২১ সালের ২১ মে রনধীর কুমার দেব মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদ শুন্য হয়। শুন্য পদে উপ-নির্বাচনে স্বীয় পদ থেকে পদত্যাগ করে ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভানু লাল রায়ের কাছে পরাজিত হন। তখন থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদ শূন্য রয়েছে। শূন্য এই পদে বুধবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আইনিউজ/এসকেএস
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে` ।। তাওফিকা মুজাহিদ ।। আবৃত্তি ।। EYE NEWS
শিশু কিশোরদের জন্য ফেসবুকের নতুন ‘নিয়ন্ত্রণ’ ফিচার
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন | Tea Stall | Old Woman | Moulvibazar | Eye News
বাংলাদেশের সাংস্কৃতি উৎসবে মুগ্ধ বিদেশিনী | Monipuri Ras Festival | Banagladeshi Culture | Eye News
লাউয়াছড়ায় ছেড়ে দেওয়া হয়েছে ভাইরাল অজগর সাপ | Lawachhara | Viral Snack | Python | Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’