মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১২:৪৯, ২৮ জুলাই ২০২২
দুটি সিএনজি স্টেশন চালু হলেও মৌলভীবাজারে কমেনি সিএনজি-টমটম ভাড়া
- ছবি : আইনিউজ
দুটি সিএনজি স্টেশন চালু হলেও মৌলভীবাজারে কমেনি সিএনজি-টমটম ভাড়া।
গণমাধ্যমকর্মী মোস্তফা আহমদ বলেন- আমি আজ একাধিক টমটম ও সিএনজি চড়েছি। কেউ ভাড়া কমায়নি। যেমন কোর্ট এলাকা থেকে চৌমোহনার আগের ভাড়া ছিলো ৫ টাকা। কিন্তু এখন তারা নিচ্ছে ১০ টাকা। আজও নিয়েছে। কুসুমবাগ-সিএনজি রুটে আগের ভাড়া ছিলো ৫ টাকা। কিন্তু এখন তারা নিচ্ছে ১০ টাকা। আজও নিয়েছে। শ্যামরারবাজার থেকে চাঁদনীঘাট আগের ভাড়া ছিলো ১৫ টাকা। কিন্তু এখন তারা নিচ্ছে ২০ টাকা। আজও নিয়েছে। চালকদের সাথে কথা বলে জানা গেলো- পরিবহন চালকদের মূল চাহিদায় থাকা কুসুমবাগের সাজ্জাদুর রহমান ফিলিং স্টেশন বন্ধ থাকায় এর প্রভাব এখনও রয়ে গেছে। যে কারণে ভাড়া কমেনি।
মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় অবস্থিত মেসার্স সাজ্জাদুর রহমান ফিলিং স্টেশন, মাতারকাপন এলাকায় অবস্থিত এমএস ফিলিং স্টেশন এবং রাজনগরে ফেঞ্চুগঞ্জ সড়কে কলেজ পয়েন্টে অবস্থিত ডেল্টা ফিলিং স্টেশন। এই তিনটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় মৌলভীবােজারে তী্ব্র জ্বালানি সংকটে পড়ে গ্যাস চালিত পরিবহনগুলো। সরেজমিনে দেখা গেছে- বুধবার (২৭ জুলাই) বন্ধ হওয়া তিনটি সিএনজি স্টেশনের মধ্যে রাজনগর কলেজ পয়েন্টে অবস্থিত ডেল্টা ফিলিং স্টেশন এবং শমসেরনগর রোডের এমএস ফিলিং স্টেশন আজ চালু হয়েছে।
- আইনিউজ এ আরও পড়ুন: মৌলভীবাজারে গ্যাস সংকটের সমাধান, বুধবার থেকে ফিলিং স্টেশন চালু
জালালাবাদ গ্যাস লিমিটেড এবং স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা যায়- গ্যাস বিক্রির নির্ধারিত বরাদ্দের পরিমাণ শেষ হয়ে ওভারলোডেড হয়ে পড়ায় মৌলভীবাজারের তিনটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করা হয়। তবে বন্ধ রয়েছে শহরের কুসুমবাগ এলাকার মেসার্স সাজ্জাদুর রহমান ফিলিং স্টেশন। পরিবহন মালিকদের সাথে আলাপ করে জানা গেছে- মেসার্স সাজ্জাদুর রহমান ফিলিং স্টেশনের প্রভাব এবং চাহিদা জেলা শহর এবং সদর উপজেলায় বেশি। শহরে যানবাহনের সংখ্যার জন্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যানবাহন কয়েকগুন বেড়ে যাওয়ায় চাহিদাও প্রায় দ্বিগুণের চেয়ে বেশি হয়েছে। মেসার্স সাজ্জাদুর রহমান ফিলিং স্টেশন গত ১৮ জুলাই গ্যাস বরাদ্দের পরিমাণ শেষ হওয়ায় কর্তৃপক্ষের নির্দেশনায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।
জালালাবাদ গ্যাসের ডিজিএম এম আউলাদ হোসেন আইনিউজকে বলেন, সাইকেল অনুযায়ী দুটি ফিলিং স্টেশন চালু হয়েছে। সেগুলো হলো ডেল্টা ফিলিং স্টেশন ও এমএস ফিলিং স্টেশন। বন্ধ থাকা মেসার্স সাজ্জাদুর রহমান ফিলিং স্টেশন সাইকেল অনুযায়ী সঠিক সময় চালু হবে। গ্যাস সংকটের কারণে যাত্রী দুর্ভোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক এবং জালালাবাদ গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা বলবো। মের্সাস সাজ্জাদুর রহমান ফিলিং স্টেশন যত দ্রুত চালু করা যায় চেষ্টা করবো।
এদিকে মঙ্গলবার (২৬ জুলাই) রাত ৮টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউসের মুনহলে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া না আদায়র করার জন্য। এ সময় পরিবহন শ্রমিকরা প্রতিশ্রুতি দেন তারা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করবেন না। কিন্তু পরিবহন শ্রমিকরা মানছে না এমন নির্দেশনা।
জালালাবাদ গ্যাস লিমিটেডের নির্দেশ অনুযায়ী গত ১৮ জুলাই থেকে এই ফিলিং স্টেশনগুলো বন্ধ করে দেন স্ব-স্ব মালিকগণ। এগুলো হলো মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় অবস্থিত মেসার্স সাজ্জাদুর রহমান ফিলিং স্টেশন, মাতারকাপন এলাকায় অবস্থিত এমএস ফিলিং স্টেশন এবং রাজনগরে ফেঞ্চুগঞ্জ সড়কে কলেজ পয়েন্টে অবস্থিত ডেল্টা ফিলিং স্টেশন। এই তিনটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে যাওয়ায মৌলভীবােজারে তী্ব্র জ্বালানি সংকটে পড়ে গ্যাস চালিত পরিবহনগুলো। ভাড়া বাড়িযে দেয় সিএনজি চালিত অটোরিকশা ও টমটম। চরম জনভোগান্তি দেখা দেয়।
এ সভায় উপস্থিত ছিলেন- সিএনজি স্টেশন মালিকগণ, সিএনজি চালিত অটোরিকশা মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ, বিআরটিএ কর্মকর্তা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্মকর্তারা।
বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দেন- সিএনজি চালিত অটোরিকশায় অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না। ব্যাটারি চালিত ইজিবাইক-অটোরিক্সা বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ে নিয়মিত মোবাইল কোর্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান জেলা প্রশাসক। বিদ্যুৎ লোডশেডিংয়ে প্রকৃত শিডিউল দেওয়ার নি্র্দেশনা দেন জেলা প্রশাসক।
আইনিউজ/এইচকে/এসকেএস
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে` ।। তাওফিকা মুজাহিদ ।। আবৃত্তি ।। EYE NEWS
শিশু কিশোরদের জন্য ফেসবুকের নতুন ‘নিয়ন্ত্রণ’ ফিচার
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন | Tea Stall | Old Woman | Moulvibazar | Eye News
বাংলাদেশের সাংস্কৃতি উৎসবে মুগ্ধ বিদেশিনী | Monipuri Ras Festival | Banagladeshi Culture | Eye News
লাউয়াছড়ায় ছেড়ে দেওয়া হয়েছে ভাইরাল অজগর সাপ | Lawachhara | Viral Snack | Python | Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’