Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

বিষ্ণু দেব, মৌলভীবাজার 

প্রকাশিত: ২২:০৯, ৩০ জুলাই ২০২২
আপডেট: ২২:২০, ৩০ জুলাই ২০২২

মৌলভীবাজার পৌর এলাকা থেকে লজ্জাবতী বানর উদ্ধার

লজ্জাবতী বানর লাজুক বানর হিসেবেও পরিচিত

লজ্জাবতী বানর লাজুক বানর হিসেবেও পরিচিত

মৌলভীবাজারের সদর উপজেলার ধরকাপন এলাকা থেকে বিলুপ্তপ্রায় লজ্জাবতী বানর উদ্ধার করেছেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। 

শনিবার (৩০ জুলাই) বিকাল চারটায় ধরকাপন এলাকার জসিম মিয়ার বাড়ি থেকে বানরটি উদ্ধার করেন বন বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের স্বপন দেব সজল। গতকাল (শুক্রবার) রাতে ধরকাপন গ্রামের জসিম মিয়া শহর থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় দেখেন একটি কুকুর লজ্জাবতী বানরটিকে আক্রমন করেছে। তিনি বানরটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে নিয়ে আসেন।

পরে শনিবার জসিম মিয়া বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলকে খবর দিলে ফাউন্ডেশনের পরিচালক তার বাড়ি থেকে লজ্জাবতী বানরকে উদ্ধার করে নিয়ে আসেন।

ফলের মৌসুমে শেষ তাই খাবারের সন্ধানে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে, বানরটি সম্ভবত বর্ষিজোড়া ইকো পার্ক থেকে চলে আসে, বছরের এই দুই-তিন মাসে অনেক বন্যপ্রাণী হত্যা ও আটক করা হয়, আমরা খবর পেলে উদ্ধার করে বন বিভাগের সহায়তায় অবমুক্ত/ হস্তান্তর করি। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন, লজ্জাবতী বানর লাজুক বানর হিসেবেও পরিচিত।

স্বপন দেব সজল আইনিউজকে জানান, ধরকাপন গ্রামের জসিম মিয়া ফোনে বিলুপ্তপ্রায় লজ্জাবতী বানরের কথা জানালে এটিকে উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা করি।

স্বপন দেব আরও জানান এখন ফলের মৌসুমে শেষ তাই খাবারের সন্ধানে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে, বানরটি সম্ভবত বর্ষিজোড়া ইকো পার্ক থেকে চলে আসে, বছরের এই দুই-তিন মাসে অনেক বন্যপ্রাণী হত্যা ও আটক করা হয়, আমরা খবর পেলে উদ্ধার করে বন বিভাগের সহায়তায় অবমুক্ত/ হস্তান্তর করি। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন, লজ্জাবতী বানর লাজুক বানর হিসেবেও পরিচিত। এদের ইংরেজি নাম বেঙ্গল স্লো লরিস। বানরের এ প্রজাতি বনের উঁচু গাছে থাকে।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের লাল তালিকার নয়টি ভাগের মধ্যে লজ্জাবতী বানরকে ‘বিপন্ন’ প্রাণী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বাংলাদেশে এরা মূলত চট্টগ্রাম ও সিলেট বিভাগের চিরসবুজ বনের বাসিন্দা।

বাংলাদেশের ১৯৭৪ ও ২০১২ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী প্রজাতিটি সংরক্ষিত প্রাণী। বানর–জাতীয় প্রাণীর মধ্যে এটি দেশের ক্ষুদ্রতম।

আইনিউজ/বিডি/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

লাউয়াছড়ায় ছেড়ে দেওয়া হয়েছে ভাইরাল অজগর সাপ | Lawachhara | Viral Snack | Python | Eye News

বাংলাদেশের সাংস্কৃতি উৎসবে মুগ্ধ বিদেশিনী | Monipuri Ras Festival | Banagladeshi Culture | Eye News

সিনেমায় প্রেম-প্রতারণা, হবে বিমান ছিনতাই

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন | Tea Stall | Old Woman | Moulvibazar | Eye News

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে` ।। তাওফিকা মুজাহিদ ।। আবৃত্তি ।। EYE NEWS

শিশু কিশোরদের জন্য ফেসবুকের নতুন ‘নিয়ন্ত্রণ’ ফিচার

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়