নিজস্ব প্রতিবেদক
জাতীয় পরিচয়পত্রে ভুল
মৌলভীবাজারের রোমানা বেগম, জাতীয় পরিচয়পত্রে জন্মস্থান ভেনেজুয়েলা!
দেশে জাতীয় পরিচয় পত্রে ভুল নাম, ভুল তথ্যাদি প্রায়শই খবরের শিরোনাম হয়। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বেশ কয়েকজন নাগরিকের জাতীয় পরিচয়পত্রে দেশের নামের জায়গায় লেখা হয়েছে ‘ভেনেজুয়েলা’! ভুল তথ্য সম্বলিত এ জাতীয় পরিচয়পত্র নিয়ে চরম দুর্ভোগে আছেন এনআইডি কার্ডধারীরা। যদিও নির্বাচন অফিস আশ্বাস দিচ্ছে খুব দ্রুতই এ সমস্যার সমাধান করা হবে।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার এমনি ভুক্তভোগীর নাম শিউলি বেগম। তিনি উপজেলার পৌরশহরের বাসীন্দা। শিউলি বেগম বলেন- ‘সব ডকুমেন্ট দিয়ে আবেদন জমা দিয়েছিলাম। সংশোধনের ম্যাসেজ পেয়ে ২৯ জুলাই এনআইডি কার্ড ডাউনলোড করে দেখি আমার জন্মস্থানের জায়গায় লেখা ভেনেজুয়েলা! বিষয়টি দেখার পর কী করবো বুঝতে পারছি না।’
একই সমস্যা রোমানা বেগম নামে আরেক নারীর। তার জাতীয় পরিচয়পত্রেও দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার নাম লেখা। এ ব্যাপারে রোমানা বেগমের সাথে আলাপ করলে তিনি রসিকতা করে বলেন- জন্ম হল মৌলভীবাজার কিন্তু নাগরিক হয়ে গেলাম আমেরিকা নাকি ভেনেজুয়েলার। ভেনেজুয়েলা যে একটা দেশ সেটা আমি জানতাম না। এই দেশ কোথায় তাও আমি জানি না। আমার বাচ্চারা আমাকে বলতেছে আম্মা এখন আমেরিকান হয়ে গেছে!
- আরও পড়ুন- কুলাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
তিনি বলেন, "আমার সবচেয়ে ছোট ছেলেকে স্কুলে ভর্তি করাতে গিয়ে জাতীয় পরিচয়পত্র দরকার হয়েছিল। বাকি তিনজনের ভর্তির সময় সেটা দরকার হয়নি। কিন্তু ইদানীং বাচ্চাদের ইউনিক আইডি না কি যেন একটা দেয়া হচ্ছে। যাতে মায়ের জাতীয় পরিচয়পত্র দিতে হয়। সে কারণে নামটা ঠিক করাতে চেয়েছিলাম। আগের পরিচয়পত্রে জেলা মৌলভীবাজারই দেয়া ছিল। কিন্তু নামের ভুল ঠিক করাতে গিয়ে এখন যেটা হয়েছে সেটা আরও ভয়াবহ।"
নাম প্রকাশ না করার শর্তে আরেক ভোক্তভোগী অভিযোগ করেন, প্রায় ২ মাস আগে সংশোধনের আবেদন করে উপজেলা নির্বাচন অফিসে অনেকদিন ঘুরতে হয়েছে। নানা হয়রানির শিকার হয়ে শেষে আবেদন মঞ্জুরের ম্যাসেজ পেয়ে শনিবার দুপুরে এনআইডি ডাউনলোড করে দেখেন তিনিও ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেছেন।
এ ব্যাপারে বড়লেখা উপজেলা নির্বাচন অফিসার এসএম সাদিকুর রহমানের সাথে আলাপ করলে তিনি জানান, আমি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। আশা করছেন দ্রুতই তা সমাধান হয়ে যাবে।
বড়লেখা উপজেলা নির্বাচন কার্যালয় বলছে, একই জেলায় অন্তত ১২ জন সম্পর্কে তারা তথ্য পেয়েছেন যাদের জাতীয় পরিচয়পত্রে জন্মস্থান হিসেবে ভেনেজুয়েলার উল্লেখ পাওয়া গেছে। একই ভুল আরও হয়েছে কি না সেটি খুঁজে দেখা হচ্ছে।
জন্মস্থান বিভ্রাট এখনো পর্যন্ত শুধু মৌলভীবাজারের ক্ষেত্রেই হয়েছে বলে তারা জানতে পেরেছেন।
শুধু মৌলভীবাজারের বড়লেখা উপজেলাই নয়, দেশের অন্য সব জেলা-উপজেলাগুলোতেও এরকম অসংখ্য ভুল তথ্য সম্বলিত জাতীয় পরিচয় পত্র নিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো নাগরিক। এসব ভুল তথ্যের কারণে সাধারণ নাগরিকরা শিকার হচ্ছেন চরম ভোগান্তির। সরকারি অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন অনেক হতদরিদ্র মানুষ।
- আরও পড়ুন- টিকটক লাইভ করে মরে গেলেন নরসুন্দর
- আরও পড়ুন- কুলাউড়ায় মুসলিম প্রেমিকের হাত ধরে হিন্দু গৃহবধূ উধাও
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
শিশু কিশোরদের জন্য ফেসবুকের নতুন ‘নিয়ন্ত্রণ’ ফিচার
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন | Tea Stall | Old Woman | Moulvibazar | Eye News
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’