Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০২, ৩১ জুলাই ২০২২
আপডেট: ২০:২৩, ৩১ জুলাই ২০২২

বৈচিত্র্যময় শিক্ষা পাচ্ছে মৌলভীবাজার-হবিগঞ্জের ১৫০০০ শিশু

বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ-এর বাস্তবায়নে মৌলভীবাজার ও হবিগঞ্জে শুরু হয়েছে সিসিমপুর বিদ্যালয় ও কমিউনিটি কার্যক্রম। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিশুদের ৩৩ মাসব্যাপী শিক্ষা উপকরণ ও খেলার মাধ্যমে বৈচিত্র্যময় ও হাতেখড়ি শিক্ষা দেওয়া হচ্ছে। শিক্ষকদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ।

রোববার (৩১ জুলাই) মৌলভীবাজা্র জেলা পরিষদ মিলনায়তনে এ বিষয়ে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও শিশু উন্নয়ন গবেষক জসীম উদ্দিন মাসুদ।  

অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ‘প্রমোটিং ইডুকেশন ফর আরলি লারনার্স একটিভিটি প্রজেক্ট’- এর প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান জয়।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, আরডিআরএস এবং এনজিও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

‘প্রমোটিং ইডুকেশন ফর আরলি লারনার্স একটিভিটি প্রজেক্ট’- এর প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান জয় আই নিউজকে জানান, ‘প্রমোটিং ইডুকেশন ফর আরলি লারনার্স একটিভিটি প্রজেক্ট’- এর আওতায় মৌলভীবাজারের ১৫০টি এবং হবিগঞ্জের ১০০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিশুদের ৩৩ মাসব্যাপী শিক্ষা উপকরণ ও খেলার মাধ্যমে বৈচিত্র্যময় ও হাতেখড়ি শিক্ষা দেওয়া হবে। শিক্ষকদের দেওয়া হবে প্রশিক্ষণ।

২৫০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে রয়েছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ৭০টি বিদ্যালয়, রাজনগরের ৩০টি বিদ্যালয়, সদর উপজেলার ৫০টি বিদ্যালয় এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৫০টি বিদ্যালয় ও চুনারুঘাট উপজেলার ৫০টি বিদ্যালয়।

এতে সরাসরি উপকৃত হবে ১৫ হাজার শিক্ষার্থী এবং ১২৫০ জন শিক্ষক। পরোক্ষভাবে উপকৃত হবেন অভিভাবকসহ অন্যরা।

আইনিউজ/এইচকে/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

শিশু কিশোরদের জন্য ফেসবুকের নতুন ‘নিয়ন্ত্রণ’ ফিচার

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন | Tea Stall | Old Woman | Moulvibazar | Eye News

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে` ।। তাওফিকা মুজাহিদ ।। আবৃত্তি ।। EYE NEWS

বাংলাদেশের সাংস্কৃতি উৎসবে মুগ্ধ বিদেশিনী | Monipuri Ras Festival | Banagladeshi Culture | Eye News

লাউয়াছড়ায় ছেড়ে দেওয়া হয়েছে ভাইরাল অজগর সাপ | Lawachhara | Viral Snack | Python | Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়