Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

পুলক পুরকায়স্থ, মৌলভীবাজার

প্রকাশিত: ২১:৫১, ৭ আগস্ট ২০২২
আপডেট: ২২:০৩, ৭ আগস্ট ২০২২

`আটটা বাজলেই বাত্তি অফ করি দেই`

নিজের জ্বালানো মোমবাতির আলোয় কোন রকমে চালিয়ে যাচ্ছেন রাতের দোকানদারি। - ছবি : আইনিউজ

নিজের জ্বালানো মোমবাতির আলোয় কোন রকমে চালিয়ে যাচ্ছেন রাতের দোকানদারি। - ছবি : আইনিউজ

'আটটা বাজলেই বাত্তি অফ করি দেই। সরকারি আদেশ মানা তো লাগে। আমি তখন মোমবাত্তি জ্বালিয়ে দোকানদারি করি।' - এমন মন্তব্য করেন নারায়ণ পাল নামের ষাটোর্ধ্ব এক সবজি বিক্রেতা।

তিনি জানান, চারজনের সংসার চালান এই দোকানের আয় দিয়ে। নিজের চার্জার লাইট নেই। অন্য দোকানের চার্জার লাইটের আলো আর নিজের জ্বালানো মোমবাতির আলোয় কোন রকমে চালিয়ে যাচ্ছেন তার রাতের দোকানদারি।

নারায়ণ পালের মতো মৌলভীবাজার শহরের টিসিমার্কেট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা রাত ৮টার পর কেউ কেউ ঘন্টা দুয়েক এভাবেই তারা তাদের ব্যবসা চালিয়ে যান।

জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট, শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ এবং আলোকসজ্জা না করার জন্য নির্দেশনা জারী করা হয়েছে। পাশাপাশি সরকারি আদেশ অমান্যকারীদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে মৌলভীবাজার জেলায় মাইকিং করে জানানো হয়েছে।

রবিবার (৭আগস্ট ) রাত ৮টার পর জেলা শহরের টিসিমার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, তরিতরকারি, মাছ, ডিম, কলা, পান-সুপারি, চায়ের ঠংদোকানসহ ক্ষুদ্র ব্যবসায়ীরা কেউ চার্জার লাইট, কেউ মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে, আবার অনেকেই মোমবাতি জ্বালিয়ে ব্যবসা করছেন।

'সরকারের ঘোষণা মানতে আমরা রাত আটটার মধ্যেই দোকানপাঠ বন্ধ করে দেই। কিন্তু অনেক বড় বড় ব্যবসায়ী আছেন যারা এই ঘোষণার কোন কর্ণপাত করেনি। রাত ৮টার পর বৈদ্যুতিক আলো যারা ব্যবহার করেন তাদের জরিমানার আওতায় আনা উচিত।'

টিসিমার্কেটের পান-সুপারির ব্যবসায়ী দীলিপ দেব বলেন, 'আমাদের এই বাজারে প্রায় ৭০ জনের মতো ক্ষুদ্র ব্যবসায়ী আছেন। রাত ৮টা বাজলেই বাজারের নিজস্ব বিদ্যুৎ সংযোগের লাইন বন্ধ করে দেই। তখন বিকল্প ব্যবস্থায় আলো জ্বালিয়ে ঘন্টা দুয়েক ব্যবসা করি।'

সবজি বিক্রেতা রুবেল মিয়া জানান, অনেক ক্রেতা রাত ৮টার পর বাজারে আসেন। সবজি, মাছ, মাংস, ডিম, কলা সহ নানান পন্য কিনতে। আমরা তখন যার যার বৈদ্যুতিক আলো বন্ধ করে, মোমবাতি বা চার্জার লাইটের আলো দিয়ে ব্যবসা করি।

বাজার করতে আসা কয়েকজন ক্রেতা জানান, রাত আটটার আগে হুড়োহুড়ি করে বাজারে এসে কি করবো, এখানে রাত দশটা পর্যন্ত তো অনেক দোকানপাট খোলা থাকে। এজন্যই প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এখানে আসা হয়।

চার্জার লাইট আলো দিয়ে কোন রকমে ব্যবসা চলছে জানিয়ে ডিম বিক্রেতা বিল্লাল হোসেন বলেন, 'সরকারি  নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর আমার বৈদ্যুতিক আলো ব্যবহার করি না। তখন যে যার মতো করে চার্জার লাইট বা মোমবাতির আলো ব্যবহার করি।'

রুয়েল মিয়া নামের আরেক সবজি বিক্রেতা বলেন, 'পাঁচ টাকা দামের মোমবাতি ২ থেকে ৩টা লেগে যায় এই দুই ঘন্টায়। ১০ থেকে ১৫ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে প্রতিদিন। কি করবো পচনশীল পণ্য, বিক্রি তো করতে হবে।'

কোর্টরোডের ক্ষুদ্র ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, 'সরকারের ঘোষণা মানতে আমরা রাত আটটার মধ্যেই দোকানপাঠ বন্ধ করে দেই। কিন্তু অনেক বড় বড় ব্যবসায়ী আছেন যারা এই ঘোষণার কোন কর্ণপাত করেনি। রাত ৮টার পর বৈদ্যুতিক আলো যারা ব্যবহার করেন তাদের জরিমানার আওতায় আনা উচিত।'

আইনিউজ/এইচকে/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

বাঁশে তেল-শরীরেও তেল, অদ্ভুত খেলা, কিভাবে পার হলো যুবক | Eye News

বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম | Deyalika | Eye News

গায়ে তেল মেখে কিভাবে তৈলাক্ত কলাগাছের মাথায় উঠছে তারা | Eye News

কেমন আছে লাউয়াছড়ার বন্যপ্রাণীরা? Wildlife | Lawachora| Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়