বড়লেখা প্রতিনিধি
আপডেট: ১২:৩১, ১০ আগস্ট ২০২২
বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
"ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা'' এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারের বড়লেখায় জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে বড়লেখা আদিবাসী উন্নয়ন ফোরামের আয়োজনে এক অনাড়ম্বর পরিবেশে দিবসটি পালন করা হয়।
বড়লেখা আদিবাসী উন্নয়ন ফোরামের সভাপতি নারায়ণ কুর্মীর সভাপতিত্বে ও রিপন কুর্মী ও প্রিয়া চনুর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। স্বাগত বক্তব্য রাখেন- বড়লেখা আদিবাসী উন্নয়ন ফোরামের সহ সভাপতি ওয়ানবর এলগিরি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন আহমদ, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান শিপলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার হাসনা, এপিপি এডভোকেট সুবিমল লিন্ডকিরি, বড়লেখা ডিমাই মিশনের পাল পুরোহিত ফাদার কাজল গমেজ (ওএমআই), প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুর রব, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রিয় কমিটির সহ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রিন্স, বড়লেখা নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, সম্মিলিত সাংস্কৃতিক জোট উপজেলা শাখার সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনু, ইউপি সদস্য সমিরন মুন্ডা, খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ) সিলেট শাখার সাবেক সভাপতি লাভিংসন পঃস্না প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশে আদিবাসীরা নানাভাবে শোষণ, নির্যাতন ও বঞ্চনার শিকার হচ্ছে। তাদের ভূমি ও সমাধিক্ষেত্র দখল করে নিয়েছে ভূমি দস্যুরা। তাদের কাছে সবচেয়ে অমর্যাদাকর বিষয় হচ্ছে আদিবাসী হিসেবে তাদের স্বীকার করে নেয়া হচ্ছে না। অবিলম্বে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান বক্তারা।
সমাবেশে সংগঠনের পক্ষ থেকে ছয় দফা দাবিসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। ছয় দফাসহ দাবিগুলোর মধ্যে রয়েছে- আদিবাসী শব্দ ব্যবহার না করা, সরকারি নির্দেশনা প্রত্যাহার, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, সমতলের আদিবাসিদের পক্ষ হতে সংসদে প্রতিনিধি নিশ্চিত করা, সংখ্যালঘু কমিশন গঠন, আদিবাসীদের জীবনমান উন্নয়নে পর্যাপ্ত অর্থ বরাদ্দ, বর্তমান সরকারের ২০০৮ সালে নির্বাচনীয় ইশতিহারে আদিবাসীদের ভূমি নিশ্চিতকরণ ঘোষণা বাস্তবায়ন, সরকারি চাকরিতে আদিবাসীদের কোটা পূর্ণ বহাল রাখা, উন্নয়নের নামে আদিবাসীদের উচ্ছেদ বন্ধ করা, আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষা পূর্ণাঙ্গ বাস্তবায়নের অধিকার নিশ্চিত করা।
আইনিউজ/মাইকেল নংরুম/এসকেএস
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
আদিবাসী জনগোষ্ঠির সংস্কৃতি । Indigenous Culture । Eye News
বাংলাদেশের সাংস্কৃতি উৎসবে মুগ্ধ বিদেশিনী | Monipuri Ras Festival | Banagladeshi Culture | Eye News
মিশরে খুলে দেয়া হলো ৩০০০ বছরের প্রাচীন রাজপথ, এলেন ফেরাউন-ফারাও সম্রাট
ওজনে ডিজেল কম, ফিলিং স্টেশনকে চল্লিশ হাজার টাকা জরিমানা || Eye News || Moulvibazar || Filling Station
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’