Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৬, ১৬ আগস্ট ২০২২
আপডেট: ১৩:১৭, ১৭ আগস্ট ২০২২

চা শ্রমিকদের সংকট নিরসনে বুধবার ত্রিপক্ষীয় বৈঠক

মজুরি বৃদ্ধির দাবীতে শ্রীমঙ্গলসহ দেশের ১৬৭ টি চা বাগানে শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।

মজুরি বৃদ্ধির দাবীতে শ্রীমঙ্গলসহ দেশের ১৬৭ টি চা বাগানে শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।

আগামীকাল বুধবার (১৭ আগস্ট) বিকাল ৪টায় ঢাকা শ্রম অধিদপ্তরের কার্যালয়ে ত্রিপক্ষীয় বৈঠক ডেকেছে শ্রম অধিদপ্তর। 

এই বৈঠকে চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি এসোসিয়েশন ও চা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা থাকবেন বলে নিশ্চিত করেছেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী। এই বৈঠকে সংকট নিরসন করা যাবে বলে তিনি মনে করেন।

এদিকে মঙ্গলবার (১৬ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় শ্রীমঙ্গল বিভাগীয়  শ্রম অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রম অধিদপ্তরের মহা পরিচালক (অতিরিক্ত সচিব) খালেদ মামুন চৌধুরী এনডিসি।

শ্রম অধিদপ্তর (শ্রীমঙ্গল) উপ-পরিচালক মো. নাহিদুল ইসলাম, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছাম্মৎ শাহীনা আক্তার, হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. সাদিকুর রহমান, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন, সহকারী পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সি (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল), শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সদ্বীপ তালুকদার, চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নৃপেন পাল, সিলেট ভ্যালি সভাপতি রাজু গোয়ালা, জুড়ি ভ্যালির সভাপতি কমল চন্দ্র বুনার্জি, বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা, চট্টগ্রাম ভ্যালির সভাপতি নিরঞ্জন নাথ প্রমুখ বৈঠকে অংশ নেন।

বেলা ২ টা পর্যন্ত চলা বৈঠকে শ্রমিক নেতৃবৃন্দ মজুরি বৃদ্ধির দাবীতে লাগাতার আন্দোলন কর্মসূচীর প্রেক্ষাপট তুলে ধরেন। চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার ও অন্যান্য শ্রমিক নেতারা বলেন, বর্তমান বাজারে সব ধরনের পণ্য মূল্য বৃদ্ধি পেয়েছে। ১২০ টাকা মজুরীতে কাজ করে পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তারা ৩০০ টাকা মজুরী নির্ধারণের দাবী জানিয়ে বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকেরা কর্মবিরতি পালন করে যাবে।

বৈঠকে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আগামী ২৩ আগষ্ট চা বাগান মালিক–শ্রমিকদের সাথে শ্রম প্রতিমন্ত্রীর ত্রি-পাক্ষিক বৈঠকের কথা রয়েছে। বৈঠকে শ্রমিকদের দাবীর পক্ষে তিনি কথা বলবেন। তিনি শোকের মাস, চা শিল্প ও দেশের অর্থনীতির স্বার্থে আগামী ২৩ তারিখ পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ জানান।

পরে চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল সাংবাদিকদের বলেন, বৈঠকে কর্মবিরতির আহবান সাধারণ শ্রমিকেরা মেনে নেয়নি। ফলে আমরা আন্দোলন ও আলোচনা এক সাথে চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছি।

কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ আসার পরপরই সাধারণ শ্রমিকেরা বৈঠকে হট্টগোল শুরু করেন। তারা দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়ে বৈঠক থেকে বের হয়ে এসে শ্লোগান দিতে থাকেন। এসময় কোন সিদ্ধান্ত ছাড়াই বৈঠক মুলতবি হয়ে যায়।

এদিকে চা শ্রমিক ইউনিয়নের অপর একটি অংশ দুপুরে চা শ্রমিক ইউনিয়নের এডহক কমিটির ব্যানারে নগদ এবং সুযোগ-সুবিধা সহ দৈনিক ৫০০ টাকা মজুরীর দাবীতে শ্রীমঙ্গল শহরের চৌমোহনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। পরে কমিটির সভাপতি ও রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী  অফিসার ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বরাবর বিভিন্ন দাবীসম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

এসময় শ্রমিকনেতা বিজয় বুনার্জি ৩০০ টাকা মজুরী দাবিতে আন্দোলরত শ্রমিক নেতৃবৃন্দের কমিটিকে মেয়াদত্তীর্ণ ও অবৈধ দাবী করে বলেন, তারা মালিক পক্ষের সাথে আঁতাত করে দুর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। চা শ্রমিকরা পাকা ঘর নির্মাণ করলে বাগান কর্তৃপক্ষ বাধা দেয় কিন্তু শ্রমিক নেতারা অট্টালিকা নির্মাণ করলেও কোন প্রকার বাধার সম্মুখীন হয় না।

বিজয় বুনার্জী বলেন, গত ১৯ মাস থেকে শ্রমিকদের স্বার্থে কোন দাবী আদায় করতে পারেনি তারা। এখন আবার ৩০০ টাকা মজুরীর দাবীতে আন্দোলনের নামে কারখানা বন্ধ করে শ্রমিকদের রাস্তায় নামিয়েছে। তিনি আরো বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া আদায়ের জন্য ইউনিয়নের নেতাদের প্রতি মাসে ১৫ টাকা করে দেয়া হয়। সব মিলিয়ে মাসে ১৫ লক্ষাধিক টাকা ইউনিয়ন নেতাদের হাতে আসে।

যে আন্দোলন শ্রমিক ইউনিয়নের নেতাদের করার কথা ছিল সে আন্দোলন শ্রমিকরা কাজ বন্ধ করে করবে কেন। বিজয় বুনার্জী শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটিকে মেয়াদ উত্তীর্ণ, ব্যর্থ এবং অবৈধ আখ্যায়িত করে তাদের দ্রুত পদত্যাগ করে লেবার হাউস ত্যাগ করার আহ্বান জানান।

স্মারকলিপি গ্রহণ করে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার, শ্রমিকদের জীবনমান উন্নয়নে আমাদের মাধ্যমে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলছে। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি অনেক আগে থেকেই আমি জাতীয় সংসদে উত্থাপন করে আসছি। তিনি শ্রমিকদের সংকট নিরসনে সংশ্লিষ্ট দপ্তরে আলোচনা করবেন বলেও জানান।

আরও পড়ুন: বাইসাইকেল চালিয়ে সেঞ্চুরী করলো মৌলভীবাজারের সুপ্রিয়

উল্লেখ্য, গত ১৩ আগষ্ট সকাল থেকে মজুরি বৃদ্ধির দাবীতে শ্রীমঙ্গলসহ দেশের ১৬৭ টি চা বাগানে শ্রমিকেরা একযোগে কর্মবিরতি পালন করছেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, শ্রম অধিদপ্তরের ডিজি আহবানে ঢাকায় বৈঠকে আমরা যাবো। তবে আমাদের কর্মবিরতির কর্মসূচি বহাল থাকবে। মজুরি না বাড়ানো পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

আইনিউজ/বিশ্বজ্যোতি চৌধুরী/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

লাউয়াছড়ার অতি পরিচিত চশমাপরা হনুমান মারা গেছে, কাঁদেলন বনবিভাগের কর্মকর্তা | Lawachhara | Eye News

সুন্দরবন, রয়েল বেঙ্গল টাইগার-হরিণ-কুমির অসংখ্য প্রজাতির আবাসস্থল | Sundarban | Tiger | Eye News

আদিবাসী জনগোষ্ঠির সংস্কৃতি । Indigenous Culture । Eye News

নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়