সাজু মারছিয়াং শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মজুরী প্রত্যাখান করে ফের ধর্মঘটের ডাক, সড়কে অবস্থান চা শ্রমিকদের
দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবি জানিয়েছেন চা শ্রমিক নেতারা।
৩০০ টাকা মজুরির দাবিতে সারাদেশে চলা অনির্দিষ্টকালের ধর্মঘট নিয়ে সরকারের বিভিন্ন কর্মকর্তা ও একজন সংসদ সদস্যের সাথে বৈঠকে বসে অর্নিদিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের ঘোষনা দিয়েছিলো বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।
প্রত্যাহারের ঘোষনার তিন ঘন্টা পর ফের সাধারণ চা শ্রমিকদের রোশানলে পরে ও বিভিন্ন ভ্যালী কমিটির সমর্থন না পেয়ে ফের ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষনা দেন তারা।
শনিবার বিকাল ৪ টায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষনা দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত নিপেন পাল। পরে সন্ধ্যা ৭ টায় ফের তিনি ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সীদ্ধান্তকে আমরা সন্মান জানাই। ধর্মঘট প্রত্যাহারের ঘোষনা দেওয়ার পর বিভিন্ন চা বাগান থেকে পঞ্চায়েত কমিটি ও ভ্যালী কমিটির নেতারা আমাদের ফোন দিয়ে জানান ১৪৫ টাকা মেনে নেওয়ার কারণে শ্রমিকরা বাগানে বাগানে আন্দোলন শুরু করেছেন। শ্রমিকরা এই সীদ্ধান্ত মেনে নিতে পারছে না। তাই আমরা শ্রমিকদের কথা চিন্তা করে ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষনা দিচ্ছি।
এদিকে বিকাল ৪ টায় ধর্মঘট প্রত্যাহার এর খবর শুনে এই ঘোষনা প্রত্যাখান করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু ধলাই ও লস্করপুর ভ্যালী ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়ে কেন্দ্রীয় কমিটির ঘোষনাটি প্রত্যাখান করেছেন। লস্তরপুর ভ্যালীর সাধারণ সম্পাদক অনিরুদ্ধ বাড়াইক বলেন, আমাদের লস্কর পুর ভ্যালীর ২৩ টি চা বাগানের বাগান পঞ্চায়েত নিয়ে আমরা বসেছিলাম। তারা কেউ ১৪৫ টাকা মজুরিতে ধর্মঘট প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়েছে।
আমাদের কেন্দ্রীয় কমিটির মাত্র ৪জন লোক আমাদের সাথে কোন ধরনের আলোচনা না করে এভাবে ১৪৫ টাকায় রাজি হলো কিভাবে বুঝলাম না। ৩০০ টাকা মজুরীর দাবীতে আমাদের আন্দোলন চলছে চলবে। দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা ধর্মঘট ছাড়ছি না।
মনু ধলাই ভ্যালীর সভাপতি ধনা বাউরি, আমি একটি ভ্যালীর সভাপতি আমি আমার ভ্যালীর পঞ্চায়েত কমিটি বৃন্দের কাছে বলেছি, যদি একটি টাকাও বাড়ে তাহলে সবার সাথে আলোচনা করে আমাদের কেন্দ্রীয় নেতারা সীদ্ধান্ত নিবেন। কিন্তু উনারা কিভাবে মাত্র ২৫টাকা জন্য রাজি হলেন। আমরা তাদের ঘোষনা প্রত্যাখ্যান করছি।
আমাদের শ্রমিকরা ১৪৫ টাকা মানছে না। আমরা এই সীদ্ধান্তের সাথে একমত হতে পারছি না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলে দিতে চাই যদি বাংলাদেশ স্বাধীন হয়ে থাকে তাহলে আমরাও স্বাধীন হয়ে বাচতে চাই। আমাদের কেন মানসিক ভাবে নির্যাতন করছেন।
তিনি বলেন, করোনাকালে সব কিছু বন্ধ ছিলো আমাদের শ্রমিকরা করোনার ভয় কাটিয়ে কাজ করেছে। আমাদের শ্রমিকরা কত কষ্ট করে কাজ করে। আমরা এখন সীদ্ধান্ত নিয়েছি আমাদের ২৩টি চা বাগানে কাজ বন্ধ থাকবে। দাবী আদায়ে আমরা আন্দোলন চালিয়ে যাবো। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের আন্দোলন প্রত্যাহারের ঘোষনা আমরা প্রত্যাহার করলাম।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, আমরা কেন্দ্রীয় কমিটি প্রধানমন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছি। এখন শ্রমিকরা যদি সেটা মেনে না নেয় আমরা তাদের কিভাবে বুঝাবো। চা শ্রমিকরা আমাদের প্রান, তারা আমাদের নেতা বানিয়েছে, তাদের সীদ্ধান্তের গুরুত্ব আমাদের দিতে হবে। আমরা শ্রমিদেকের পাশে আছি। সারাদেশে ধর্মঘট চলবে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক কেন্দ্রীয় কমিটির এক নেতা বলেন, আমাদের বৈঠকে ডেকে নিয়ে একধরনের চাপ সৃষ্টি করা হয়েছে। আমাদের শ্রমিকদের সাথে কথা বলেই আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দিতে বাধ্য হয়েছিলাম।
এদিকে ধর্মঘট প্রত্যাহার করার খবর শুনে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের চৌমুহনায় অবস্থান নেয় চা শ্রমিকরা। সেখানে শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও চুনারুঘাট এর চা শ্রমিকরা রস্তায় বসে শ্লোগান দেন।
সেখানে উপস্থিত চা শ্রমিক নারী নেত্রী খায়রুন আক্তার বলেন, ইউনিয়নের নেতারা কাউকে কিছু জিজ্ঞেস না করে কিভাবে ধর্মঘট প্রত্যাহারের ঘোষনা দেন। আমরা শ্রমিকরা চাদা দেই, সেই চাদায় তারা নেতাগিরি করে। আমাদের যৌক্তিক আন্দোলন তারা প্রত্যাহার করতে পারে না। আমরা সেটা মেনে নিবো না ।
এর আগে আজ শনিবার বিকেল ৪ টার দিকে শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে সরকারের সাথে বৈঠক করে প্রধানমন্ত্রীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। ধর্মঘট প্রত্যাহারের ঘোষনা দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নিপেন পাল। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এমপি, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, এনএসআই জয়েন্ট ডিরেক্টর মোঃ বজলুর রহমান, মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা ম্যাজিস্ট্রেট হবিগঞ্জ সাদিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, বিভাগীয় শ্রম দপ্তরের উপ পরিচালক মোঃ নাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।
- আরও পড়ুন: দৈনিক ৩০০ টাকা মজুরি চান চা শ্রমিকরা
চা শ্রমিকের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার, সহ সভাপতি পংকজ এ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি প্রমুখ।
আইনিউজ/এসএম/এসকেএস
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
নৌযান বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন ছোট কিশোর হাকিমুল || Eye News || Moulvibazar || Bout
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম | Deyalika | Eye News
শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে` ।। তাওফিকা মুজাহিদ ।। আবৃত্তি ।। EYE NEWS
কাশিমপুর পাম্প হাউজ সচল রাখার দাবিতে মৌলভীবাজারে কৃষক সমাবেশ || Eye News || Moulvibazar
কোথায় কত বাড়লো বাস ভাড়া
ওজনে ডিজেল কম, ফিলিং স্টেশনকে চল্লিশ হাজার টাকা জরিমানা || Eye News || Moulvibazar || Filling Station
রাত ৮টায় দোকান বন্ধ, ক্ষতির মুখে ব্যবসায়ীরা || Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’